মে ০২, ২০২৪ ১৫:২০ Asia/Dhaka
  • ‘ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে নিরাপত্তা পরিষদকে পণবন্দি করেছে আমেরিকা’

ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যকার সংঘাতের প্রেক্ষাপটে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে পণবন্দীতে পরিণত করেছে আমেরিকা। মধ্যপ্রাচ্যের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে নীতি অনুসরণ করে, আমেরিকার মধ্যে তার কোনো প্রতিফলন নেই। 

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া গতকাল (বুধবার) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এসব কথা বলেন। জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য পদ লাভের জন্য সম্প্রতি ফিলিস্তিনের পক্ষ থেকে যে আবেদন জানানো ছিল তাতে মার্কিন সরকার ভেটো দেয়ার পর বিষয়টি নিয়ে গতকাল সাধারণ পরিষদে বিতর্ক হয়। 

সেখানে রুশ রাষ্ট্রদূত বলেন, ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য করার ব্যাপারে আলজেরিয়ার তোলা প্রস্তাবে আমেরিকা যে ভেটো দিয়েছে সেটা ছিল অত্যন্ত দুঃখজনক ঘটনা। নিরাপত্তা পরিষদের অন্য সদস্য দেশগুলো এ বিষয়ে যে নীতিগত অবস্থান নিয়েছিল আমেরিকার মধ্যে তার কোনো প্রতিফলন ছিল না। প্রকৃতপক্ষে গত ছয় মাস মার্কিন সরকার মধ্যপ্রাচ্য ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে পণবন্দীতে পরিণত করেছে।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদবাদী ইসরাইলের আগ্রাসন প্রসঙ্গে ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, সহিংসতা শুধু সহিংসতাকেই ডেকে আনবে। এই দুষ্টু চক্রকে একমাত্র ভেঙে দেয়া সম্ভব নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়া এবং রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের জন্য কার্যকর আলোচনায় বসার মাধ্যমে। ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য অবশ্যই কিছু পরিস্থিতি তৈরি করতে হবে যার মধ্যে জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণাঙ্গ সদস্য পদ একটি। 

অবৈধ ইহুদিবাদী ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পর ১৯৪৯ সালে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য পদ লাভ করে কিন্তু আজ পর্যন্ত ফিলিস্তিন পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা ছাড়া বেশি কিছু পাইনি। ২০১১ সালে পূর্ণাঙ্গ সদস্য পদের জন্য আবেদন করলেও তা এখনো গ্রহণ করা হয়নি।#

পার্সটুডে/এসআইবি/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

ট্যাগ