পরমাণু অস্ত্র বিস্তারে সচেষ্ট ন্যাটো
ক্ষমতায় টিকে থাকতে ইউরোপে আরও রক্তপাত চান বাইডেন: রাশিয়া
পার্সটুডে-উত্তর আটলান্টিক জোট তথা ন্যাটোভুক্ত দেশগুলো পরমাণু অস্ত্র তৈরির বিষয়ে শলা-পরামর্শ করছে।
পার্সটুডে জানিয়েছে, ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ এই সংস্থাটিকে একটি পারমাণবিক জোট বলে মনে করেন এবং দাবি করেন যে ন্যাটোর লক্ষ্য পারমাণবিক অস্ত্র মুক্ত বিশ্ব।
তিনি দাবি করেছেন: যে দুনিয়ায় রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র রয়েছে ও ন্যাটোর নেই সেই দুনিয়া বেশি বিপজ্জনক। ন্যাটোর মহাসচিব বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা বর্তমানে তাদের পরমাণু অস্ত্র সম্ভারের আধুনিকায়ন করছে।
ওদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ন্যাটোর মহাসচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, এ ধরনের বাগাড়ম্বর উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ ছাড়া অন্য কিছু নয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাও ইউক্রেনে অস্ত্র পাঠানো বাধ্যতামূলক করা সংক্রান্ত ন্যাটোর সদস্য দেশগুলোর পরিকল্পনার বিষয়ে ইউরোপকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইউরোপের বোঝা উচিত যে ওয়াশিংটন ন্যাটোর পতাকা ব্যবহার করে তাদেরকে রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়াচ্ছে।
জাখারোভা আরও বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় টিকে থাকার জন্য ইউরোপে আরও বেশি রক্তপাতের মুখাপেক্ষী।
পার্সটুডে জানিয়েছে, সম্প্রতি ব্রাসেলসে ন্যাটো জোটের বৈঠকে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ন্যাটোর ইউরোপীয় মিত্ররা মার্কিন সরকারের ও ইউরোপের ব্যয়ের বোঝার ন্যায্য বণ্টনের লক্ষ্যে সামরিক ব্যয় বৃদ্ধি করবে।
অথচ সম্প্রতি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, নিকট ভবিষ্যতে ন্যাটোর সম্প্রসারণের পরিকল্পনা নেই।
এদিকে রাশিয়ার কৌশলগত মিত্র হাঙ্গেরি বলেছে, ন্যাটো ইউক্রেনের অস্ত্র চাহিদা মেটানোর জন্য তিনটি সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে। দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান বলেছেন, এইসব ঘাঁটি যদি পোল্যান্ড, রোমানিয়া ও স্লোভাকিয়ার মত ইউক্রেনের সীমান্ত-সংলগ্ন দেশগুলোতে নির্মাণ করা হয় তাহলে সেগুলো সামরিক টার্গেটে পরিণত হবে। #
পার্সটুডে/এমএএইচ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।