ইরানভীতি ছড়াতে আইআরজিসি'র অঙ্গপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ইইউ'র নতুন নিষেধাজ্ঞা জারি
পার্সটুডে-ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার প্রতি ইরানের সামরিক সহায়তার দাবির পুনরাবৃত্তি করে ইউরোপীয় ইউনিয়ন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র স্থল ইউনিটের গবেষণা ও স্বনির্ভরতা বিষয়ক সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ইউক্রেন সরকারের পাশাপাশি বিভিন্ন পশ্চিমা দেশ বিশেষ করে যুক্তরাষ্ট্র বারবার দাবি করছে, ইরানের তৈরি ড্রোন দিয়ে রাশিয়া ইউক্রেনে হামলা চালাচ্ছে। পার্সটুডে'র প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমাদের এমন দাবি ইরান বারবার অস্বীকার করে আসলেও ইরান-ভীতি তৈরি করতে একই দাবির পুনরাবৃত্তি করছে সাম্রাজ্যবাদীরা। এটি ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের মনস্তাত্ত্বিক কৌশল। এটি তাদের প্রচার যুদ্ধেরও একটি অংশ।
ইউরোপীয় ইউনিয়ন যে দাবির ভিত্তিতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে তা তাদের ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, আইআরজিসি'র স্থল ইউনিটের গবেষণা ও স্বনির্ভরতা বিষয়ক সংস্থা সংস্থা ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ায় ইরানি ড্রোন স্থানান্তরে সহযোগিতা করেছে।
ইউরোপীয় ইউনিয়ন আরও দাবি করেছে, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ইরানের তৈরি ড্রোন ব্যবহার করে দেশটির সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং ভূগৌলিক অখণ্ডতা লঙ্ঘন করছে। বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধেও হামলা চালানো হচ্ছে।
ইউরোপীয় ইউনিয়ন এমন সময় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে যখন তেহরান ড্রোন সংক্রান্ত অভিযোগ পর্যালোচনা ও অস্পষ্টতা দূর করতে ইরান ও ইউক্রেনের বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠনের অনুরোধ করেছে, কিন্তু ইউক্রেন পশ্চিমাদের চাপের কারণে এ সংক্রান্ত কোনো বৈঠকে অংশ নিচ্ছে না। একই সঙ্গে ইউক্রেন তাদের দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য নথিপত্রও সরবরাহ করছে না।#
পার্সটুডে/এসএ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।