জনাব পোপ! সমস্যা সবার জানা আছে সাহস করে দায়ী ব্যক্তিদের সম্পর্কে বলুন
(last modified Tue, 09 Jul 2024 03:59:57 GMT )
জুলাই ০৯, ২০২৪ ০৯:৫৯ Asia/Dhaka
  •  জনাব পোপ! সমস্যা সবার জানা আছে সাহস করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করুন
     জনাব পোপ! সমস্যা সবার জানা আছে সাহস করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করুন

পার্সটুডে- ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ মনে করেন, সারাবিশ্বে গণতন্ত্রের অবস্থা খুব খারাপ হয়ে পড়েছে। কিন্তু এর জন্য কারা দায়ী তা বলতে তিনি নারাজ।

দুঃখজনকভাবে কথিত পশ্চিমা মূল্যবোধের ভিত্তিতে বিশ্বে ‘গণতন্ত্র’ নামের যে বিষয়টি প্রচলিত রয়েছে তা একটি মহা মিথ্যা ও প্রতারণা ছাড়া আর কিছু নয়। আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোতে ফিলিস্তিনপন্থি আন্দোলনগুলোকে কঠোর হাতে দমনের ঘটনায় এসব দেশের কথিত গণতন্ত্রের স্বরূপ উন্মোচিত হয়ে গেছে। পার্সটুডে ফার্সি জানাচ্ছে, পোপ ফ্রান্সিস গত রোববার রোমান ক্যাথলিক চার্চের বার্ষিক সম্মেলনে দেয়া বক্তৃতায় বলেন: পপ্যুলিস্ট নীতির কারণে বিশ্বব্যাপী গণতন্ত্রের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে।

তিনি আরো বলেন, বিশ্বের বেশিরভাগ মানুষ মনে করে তারা গণতন্ত্রহীন অবস্থায় জীবনযাপন করছে এবং দরিদ্র ও দুর্বল শ্রেণিকে দেখার কেউ নেই।

পোপ ফ্রান্সিস বিশ্বের দেশে দেশে দলাদলি ও বিভেদ সৃষ্টির প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিশ্বের জাতিগুলোকে গণতন্ত্রের সংকটে পেয়ে বসেছে।

বিশ্লেষকদের মতে, বিশ্বের বিশাল একটি জনগোষ্ঠীর এই ধর্মগুরুর উচিত ছিল গণতন্ত্রের এই দুরবস্থার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা। পুঁজিবাদী ব্যবস্থার যেসব ধ্বজাধারী শুধুমাত্র তাদের আর্থিক লাভকে সবকিছুর মানদণ্ড নির্ধারণ করেছে এবং দেশে দেশে যুদ্ধ চাপিয়ে দিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করছে পোপের উচিত ছিল তাদের স্বরূপ উন্মোচন করা। তার উচিত ছিল স্রষ্টার ভয় জাগ্রত করে মানুষকে এ ধরনের জঘন্য কাজ পরিহার করার উপদেশ দেয়া।

পশ্চিমা রাজনীতিবিদদের মধ্যে যদি স্রষ্টার প্রতি ভয় ঢুকিয়ে দেয়া যায় এবং তাদের মধ্যে ধর্মীয় চেতনা জাগ্রত করা যায় তাহলেই কেবল তাদেরকে মানবতাবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত রাখা সম্ভব। কিন্তু বিশ্ববাসী আজ যা প্রত্যক্ষ করছে তা হলো, পশ্চিমা নেতারা আজ তাদের অর্থ ও ক্ষমতা ব্যবহার করে বিশ্ব থেকে গণতান্ত্রিক ব্যবস্থা নির্মূল করতে উঠেপড়ে লেগেছে। অথচ তারাই আবার তাদের স্বার্থ উদ্ধারের কাজে এই ‘গণতন্ত্র’ নামক পরিভাষার অপব্যবহার করছে। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/৯

ট্যাগ