ডিমেনশিয়া ব্রিটেনের একটি জাতীয় সংকট: পিলে চমকানো রিপোর্ট
(last modified Tue, 23 Jul 2024 12:39:01 GMT )
জুলাই ২৩, ২০২৪ ১৮:৩৯ Asia/Dhaka
  • ডিমেনশিয়া ব্রিটেনের একটি জাতীয় সংকট: পিলে চমকানো রিপোর্ট

পার্সটুডে-ব্রিটেনের ন্যাশনাল হেলথ অ্যান্ড মেডিকেল অর্গানাইজেশন সেদেশে ডিমেনশিয়া রোগীর সংখ্যা বৃদ্ধির ঘোষণা দিয়েছে।

ব্রিটিশ ন্যাশনাল হেলথ অর্গানাইজেশনের ঘোষণা অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি ‘ডিমেনশিয়া’ বা ‘সংবেদনশীলতার’ হার রয়েছে ব্রিটেনে। পার্সটুডে জানায়, ডিমেনশিয়া হল মস্তিস্ককে বা স্নায়ুকোষগুলোকে ক্ষতিগ্রস্ত করে এমন একটি মানসিক অবস্থা। এর ফলে মস্তিস্কের স্বাভাবিক ক্রিয়া ব্যাহত হয়। স্মৃতিশক্তি, মনোযোগ, অ্যাফেসিয়া, মনস্তাত্ত্বিক পরিবর্তন এবং দৈনন্দিন ক্রিয়াকলাপ ব্যাহত হওয়া এর একটি লক্ষণ। ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ অর্গানাইজেশনের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের জুন মাসে সেদেশে ৪ লাখ ৮৭ হাজারের বেশি মানুষ কোনো না কোনোভাবে ডিমেনশিয়ায় ভুগছিলেন। গার্ডিয়ান ম্যাগাজিন আরও জানায়, ইংল্যান্ডে ডিমেনশিয়ায় আক্রান্ত মানুষের সংখ্যা গত বছরের জানুয়ারির তুলনায় শতকরা ১২ ভাগ বৃদ্ধি পেয়েছে। ডিমেনশিয়া নার্সিং ইউকে সম্প্রতি জানিয়েছে, ব্রিটেনে প্রতি ১০ জন মৃতের মধ্যে একজন ডিমেনশিয়া কিংবা আলঝেইমারে আক্রান্ত হয়ে মারা যায়।  ব্রিটিশ পার্লামেন্টের প্রতিনিধিদের একটি গ্রুপের রিপোর্টে বলা হয়েছে বিশ্বব্যাপী ৫ কোটিরও বেশি মানুষ ডিমেনশিয়ায় আক্রান্ত। ২০৫০ সালের মধ্যে এই সংখ্যা ১৫ কোটি ৩০ লক্ষে পৌঁছবে বলে আশঙ্কা করা হচ্ছে।#

পার্সটুডে/এনএম/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ