ইরানি ন্যানোক্যাটালিস্ট ব্যবহারে রাশিয়ার শিল্পপতিদের আগ্রহ
(last modified Sun, 01 Sep 2024 13:37:01 GMT )
সেপ্টেম্বর ০১, ২০২৪ ১৯:৩৭ Asia/Dhaka
  • ইরানি ন্যানোক্যাটালিস্ট ব্যবহারে রাশিয়ার শিল্পপতিদের আগ্রহ

পার্সটুডে-ব্রিকস বৈঠকে ইরানের ন্যানোক্যাটালিস্টগুলো রাশিয়ার শিল্পপতিদের দৃষ্টি আকর্ষণ করেছে।

ন্যানোক্যাটালিস্টগুলো শিল্প ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কৌশলগত পণ্য  হিসেবে বিবেচিত। তেল-গ্যাস এবং পেট্রোকেমিক্যাল শিল্প এমনকি অন্যান্য রাসায়নিক শিল্পেও ন্যানোক্যাটালিস্ট ব্যবহৃত হয়। ইরানের ন্যানো টেকনোলজির উল্লেখযোগ্য সক্ষমতা এবং অর্জনগুলোর মধ্যে একটি হল উন্নত ন্যানোক্যাটালিস্টের উৎপাদন, যা রাশিয়ার শিল্পপতিদের দৃষ্টি আকর্ষণ করেছে।

পার্সটুডে আরও জানায়, ইরানের একটি ন্যানোটেকনোলজি কোম্পানির পরিচালনা পরিষদের সদস্য কাদির কিয়াফেহ বলেছেন: তাদের কোম্পানি প্যাকেজ আকারে সংশ্লেষণ গ্যাস চক্র ভিত্তিক ন্যানোক্যাটালিস্ট তৈরি করতে প্রস্তুত।

কিয়াফেহ আরও বলেন: তাদের কোম্পানি পণ্য রপ্তানির উপযোগী সম্ভাব্য দেশগুলোর বাজার নিয়ে গবেষণা করেছে। ওই গবেষণার ভিত্তিতে প্রতি বছর ৫ হাজার টন বিভিন্ন ধরণের ন্যানোক্যাটালিস্ট উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে।

ইরানের এই ন্যানো টেকনোলজি কোম্পানির পণ্যের উচ্চ মান নিশ্চিত করার প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি আরো বলেন: এই কোম্পানির গবেষণা বিভাগ সর্বদা চেষ্টা করে উচ্চ মানের সুবিধাসহ পণ্য উৎপাদন করতে। এ কারণে এই কোম্পানির উৎপাদিত বহু পণ্য আন্তর্জাতিক অনেক কোম্পানির মাধ্যমে বাজারে সরবরাহ করা সম্ভব হয়েছে।

উল্লেখ্য যে, ষষ্ঠ ব্রিকস বৈঠক ২৬ থেকে ২৯ আগস্ট পর্যন্ত রাশিয়ায় অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ব্রাজিল, ভারত, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, ইরান, মিশর এবং সংযুক্ত আরব আমিরাত-এই ৮টি দেশ অংশগ্রহণ করে।#

পার্সটুডে/এনএম/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।