ইসরাইলের শয়তানি বন্ধ করার জন্য ব্রিকসের প্রতি আফ্রিকান সংগঠনের আহ্বান
https://parstoday.ir/bn/news/world-i143122-ইসরাইলের_শয়তানি_বন্ধ_করার_জন্য_ব্রিকসের_প্রতি_আফ্রিকান_সংগঠনের_আহ্বান
পার্সটুডে- আফ্রিকার একটি শান্তিকামী সংগঠন ব্রিকসকে গাজা উপত্যকায় ‘ইসরাইলি শয়তানি কার্যকলাপ’ বন্ধ করার মতো একমাত্র নির্ভরযোগ্য সংস্থা হিসেবে উল্লেখ করেছে। এটি ব্রিকসভুক্ত দেশগুলোকে এ ব্যাপারে সুস্পষ্ট ও দৃঢ় অবস্থান গ্রহণ করার আহ্বান জানিয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
অক্টোবর ২৮, ২০২৪ ১৭:৫৬ Asia/Dhaka
  • ইসরাইলের শয়তানি বন্ধ করার জন্য ব্রিকসের প্রতি আফ্রিকান সংগঠনের আহ্বান
    ইসরাইলের শয়তানি বন্ধ করার জন্য ব্রিকসের প্রতি আফ্রিকান সংগঠনের আহ্বান

পার্সটুডে- আফ্রিকার একটি শান্তিকামী সংগঠন ব্রিকসকে গাজা উপত্যকায় ‘ইসরাইলি শয়তানি কার্যকলাপ’ বন্ধ করার মতো একমাত্র নির্ভরযোগ্য সংস্থা হিসেবে উল্লেখ করেছে। এটি ব্রিকসভুক্ত দেশগুলোকে এ ব্যাপারে সুস্পষ্ট ও দৃঢ় অবস্থান গ্রহণ করার আহ্বান জানিয়েছে।

পিস প্রোফেশনাল ফাউন্ডেশন বা পিসপ্রো (PeacePro) নামক সংগঠনটি আজ (সোমবার) প্রকাশিত এক বিবৃতিতে অবিলম্বে গাজা যুদ্ধের ব্যাপারে নিজেদের অবস্থান সুস্পষ্টভাবে ঘোষণা করার জন্য ব্রিকসভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। আফ্রিকান বার্তা সংস্থা ব্লুপ্রিন্টের বরাত দিয়ে পার্সটুডে জানাচ্ছে, পিসপ্রোর বিবৃতিতে বলা হয়েছে, গাজার বেসামরিক নাগরিকদের রক্ষা করা এবং এই উপত্যকায় আন্তর্জাতিক আইন বাস্তবায়ন করতে বিশ্ব সংস্থাগুলো চরমভাবে ব্যর্থ হয়েছে।

নাইজেরিয়ায় প্রকাশিত ওই বিবৃতিতে পিসপ্রো’র নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক হামজাত অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ তৎপরতার দায়ে ইসরাইলকে জবাবদিহী করার জন্য ব্রিকসের প্রতি আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবগুলো উপেক্ষা করা, নিরাপত্তা পরিষদের নির্লিপ্ত ভূমিকা এবং আন্তর্জাতিক অপরাধ আদালতকে দুর্বল করে রাখার জন্য হামজাত দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, বিশ্ব সংস্থাগুলো আন্তর্জাতিক আইন বাস্তবায়ন করতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।

তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে নৈতিক শক্তিমত্তা নিয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর মতো কোনো আন্তর্জাতিক সংস্থা আর অবশিষ্ট নেই। এখন একমাত্র ব্রিকস পারে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে; যদি সংস্থাটি তা না করে তাহলে বিশ্বে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার কাজে তাকে গোটা বিশ্বের ব্যর্থতার দায় নিতে হবে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৮