রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিরোধিতা করছে কোনো কোনো ইউরোপীয় দেশ
(last modified Sun, 17 Nov 2024 12:36:15 GMT )
নভেম্বর ১৭, ২০২৪ ১৮:৩৬ Asia/Dhaka
  • ভিক্টর অরবান
    ভিক্টর অরবান

পার্সটুডে- হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা জ্বালানির দাম বাড়িয়ে দেবে এবং ইউরোপের প্রতিযোগিতার সক্ষমতা কমে আসবে।

পার্সটুডে জানিয়েছে, গত সপ্তাহে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা রাশিয়ার বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করেছে, এতে রাশিয়ার তেল ও গ্যাস রপ্তানি ঠেকাতে এই সংগঠনের সঙ্গে জড়িত সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

জাহাজের উপর নজরদারি জোরদার করার জন্য ড্রোন ও স্যাটেলাইট ব্যবহারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের জলসীমায় বীমাবিহীন জাহাজগুলোকে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা রাশিয়ার প্রাকৃতিক গ্যাসসহ দেশটির জীবাশ্ম জ্বালানি আমদানি ও ব্যবহার পুরোপুরি বন্ধ করার আহ্বান জানিয়েছে। 

পশ্চিমারাই বলছে রাশিয়ার বিরুদ্ধে তাদের নিষেধাজ্ঞা কাজে আসছে না

পশ্চিমা নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে তেল-গ্যাস বিক্রির লক্ষ্যে যেসব জাহাজ তৎপর রয়েছে সেগুলোকে ঠেকাতে ইউরোপ ও আমেরিকার নানা প্রতিষ্ঠান ব্যাপক চেষ্টা করলেও তাতে খুব একটা কাজ হচ্ছে না। ইউরোপীয় ও মার্কিন সূত্রগুলো বলছে, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করতে তাদের প্রতিষ্ঠানগুলো খুব একটা সফল হয়নি।

এই প্রসঙ্গে ব্লুমবার্গ নিউজ এজেন্সি জানিয়েছে, অপ্রতুল নজরদারি ব্যবস্থা এবং চীন ও ভারতের মতো প্রধান আমদানিকারক দেশগুলোর সস্তা তেলের প্রয়োজনীয়তার কারণে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ফলাফল সীমিত।

কোনো কোনো ইউরোপীয় দেশও রাশিয়া থেকে তেল কিনছে বলে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিবেদনে জানা গেছে।#

পার্সটুডে/এসএ/১৭ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।