চীন কেন বিশ্ব বাণিজ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে যাচ্ছে?
(last modified Mon, 03 Feb 2025 14:12:17 GMT )
ফেব্রুয়ারি ০৩, ২০২৫ ২০:১২ Asia/Dhaka
  • • চীন কেন বিশ্ব বাণিজ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে যাচ্ছে?
    • চীন কেন বিশ্ব বাণিজ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে যাচ্ছে?

পার্সটুডে- ১ ফেব্রুয়ারি, শনিবার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা চীনা পণ্যের উপর ১০ শতাংশ শুল্ক আরোপের পাশাপাশি কানাডিয়ান ও মেক্সিকান পণ্যের উপরও ২৫ শতাংশ শুল্ক আরোপের আদেশ জারি করেছেন।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে যে বেইজিং বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে ট্রাম্পের এ পদক্ষেপের প্রতিবাদে জানিয়ে অভিযোগ দায়ের করবে এবং শুল্ক বৃদ্ধির বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভুল পদক্ষেপের প্রতিক্রিয়ায় দৃঢ়ভাবে তার অধিকার ও স্বার্থ রক্ষার জন্য একই রকম পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের সাদাভ সিমা নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানিয়েছে, চীনা পণ্যের উপর ১০ শতাংশ শুল্ক আরোপের মার্কিন ঘোষণার প্রতি দেশটির প্রতিক্রিয়া সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্য বলেন: "যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের প্রতিক্রিয়ায় চীন বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে অভিযোগ দায়ের করবে এবং চীন তার অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষার জন্য পাল্টা ব্যবস্থা গ্রহণ করবেন।"

চীনের বাণিজ্য মন্ত্রণালয় উল্লেখ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের গুরুতর লঙ্ঘন, যা কেবল তাদের নিজস্ব সমস্যার সমাধান তো করবেনা বরং চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাকেও ক্ষতিগ্রস্ত করবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও চীনা পণ্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের ১০ শাতংশ শুল্ক আরোপের ঘোষণার প্রতি বেইজিংয়ের অসন্তোষ প্রকাশ করে বলেছে যে তারা এর তীব্র বিরোধিতা করে এবং পাল্টা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে চী তার নিজের স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে।

বাণিজ্য ও শুল্ক যুদ্ধে কেউই বিজয়ী হয় না উল্লেখ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের মারাত্মক লঙ্ঘন যা কেবল তাদের নিজস্ব সমস্যার সমাধানতো করবে না বরং উভয় পক্ষেরই ক্ষতি করবে।

বেসরকারি থিঙ্ক ট্যাঙ্ক ট্যাক্স ফাউন্ডেশনের গবেষণায় দেখা গেছে যে ট্রাম্পের প্রস্তাবিত শুল্কের ফলে এই বছরই প্রতিটি আমেরিকান পরিবারের উপর অতিরিক্ত ৮৩০ ডলার কর আরোপ করা হবে। অর্থনীতিবিদরা আরও উদ্বিগ্ন যে ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের ফলে আমেরিকান পরিবার এবং অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়বে।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।