মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করায় গুগলের বিরুদ্ধে মামলা করেছে দেশটির সরকার
https://parstoday.ir/bn/news/world-i149162-মেক্সিকো_উপসাগরের_নাম_পরিবর্তন_করায়_গুগলের_বিরুদ্ধে_মামলা_করেছে_দেশটির_সরকার
পার্সটুডে- মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র একটি বিল অনুমোদনের পর তা ম্যাপ আকারে প্রকাশ করায় মেক্সিকোর রাষ্ট্রপতি গুগলের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১০, ২০২৫ ১৯:৪৭ Asia/Dhaka
  • মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লডিয়া শেইনবাউম
    মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লডিয়া শেইনবাউম

পার্সটুডে- মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র একটি বিল অনুমোদনের পর তা ম্যাপ আকারে প্রকাশ করায় মেক্সিকোর রাষ্ট্রপতি গুগলের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন।

মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লডিয়া শেইনবাউম বলেছেন, তার সরকার মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে 'আমেরিকা উপসাগর' করায় গুগল ম্যাপের বিরুদ্ধে মামলা করেছে।

মেক্সিকো উপসাগর

পার্সটুডে লিখেছে, শনিবার এক সংবাদ সম্মেলনে শাইনবাউম বলেন, গুগলের বিরুদ্ধে মামলা করা হয়েছে; আমরা গুগলকে অনুরোধ করছি যেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের অংশকে আমেরিকা উপসাগর এবং মেক্সিকো ও কিউবার অংশকে মেক্সিকো উপসাগর নাম দেওয়া হয়।

শাইনবাউম আরও বলেন, মেক্সিকো সিটির সুপ্রিম কোর্ট গুগলকে তাদের প্ল্যাটফর্মে মেক্সিকো উপসাগরের নাম অবিলম্বে সংশোধন করার নির্দেশ দিয়েছে।

গত বৃহস্পতিবার মার্কিন প্রতিনিধি পরিষদ মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনের জন্য একটি বিল পাস করার পর শাইনবাউমের এই ঘোষণা আসে।#

পার্সটুডে/জিএআর/১০