পাকিস্তান: আমরা কখনোই ইসরাইলকে স্বীকৃতি দেব না; ইরানের পারমাণবিক অধিকারের প্রতি চীনের সমর্থন
-
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান
পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পমন্ত্রী বলেছেন, ইসলামাবাদ কখনই ইসরাইলি শাসক গোষ্ঠীকে স্বীকৃতি দেবে না।
পার্সটুডে অনুসারে, পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পমন্ত্রী মোহাম্মদ রাজা হায়াত শুক্রবার সৌদি আরবে ইহুদিবাদী ইসরাইলি সরকারের সাথে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার পরিকল্পনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, 'ইসরাইল উপমহাদেশের উত্তেজনায় জড়িত এবং আমাদের অবস্থান দৃঢ় যে পাকিস্তান কখনই ইসরাইলি শাসক গোষ্ঠীকে স্বীকৃতি দেবে না।" তিনি বলেন,পাকিস্তানের জনগণ, সরকার এবং সশস্ত্র বাহিনী কাশ্মীরের জনগণের সমর্থন থেকে কখনও পিছপা হবে না এবং আমরা জানি যে ইসরাইলি সরকার কিছু দেশের সাথে যোগসাজশে ইসলামাবাদের ক্ষতি করতে চাইছে।
গ্রেপ্তারের আশঙ্কায় ভ্যাটিকান সফর বাতিল করলেন নেতানিয়াহু
অধিকৃত অঞ্চল থেকে প্রকাশিত ইহুদিবাদী সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথ শুক্রবার রাতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফর বাতিলের ব্যাখ্যা দিয়ে লিখেছে যে, ভ্যাটিকানে নতুন পোপের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার ইচ্ছা ছিল তার, কিন্তু তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার সম্ভাব্য বাস্তবায়নের উদ্বেগের কারণে তিনি সফর বাতিল করেছেন। হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গাজার জনগণের বিরুদ্ধে অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগে নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
ইউরোপীয় কাউন্সিলের সভাপতি: গাজায় আন্তর্জাতিক আইন পরিকল্পিতভাবে লঙ্ঘন করা হচ্ছে
কাউন্সিল অফ ইউরোপের সভাপতি আন্তোনিও কস্তা গাজা উপত্যকার পরিস্থিতিকে 'মানবিক ট্র্যাজেডি' বলে অভিহিত করে বলেছেন যে উপত্যকা সম্পর্কিত আন্তর্জাতিক আইন পরিকল্পিতভাবে লঙ্ঘন করা হচ্ছে। কস্তারের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন গত সন্ধ্যায় জারি করা এক যৌথ বিবৃতিতে সাতটি ইউরোপীয় দেশের নেতারা জোর দিয়ে বলেছেন যে তারা গাজা উপত্যকায় মানবিক বিপর্যয়ের মুখে চুপ থাকবেন না এবং ইসরাইলি শাসন কর্তৃক উপত্যকার অবরোধ সম্পূর্ণভাবে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।
চীন: আমরা ইরানের পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকারকে সম্মান করি
শুক্রবার সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন: "চীন ইরানের পারমাণবিক সমস্যার রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ।" তিনি জোর দিয়ে বলেন, "আমরা ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতিকে গুরুত্ব দিই,আমরা ইরানের পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকারকে সম্মান করি এবং আমরা যেকোনো অবৈধ একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করি।"
পার্সটুডে/এসএ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।