ফিলিস্তিনে কলম্বিয়ার প্রথম রাষ্ট্রদূত নিয়োগ
(last modified Tue, 27 May 2025 13:02:23 GMT )
মে ২৭, ২০২৫ ১৯:০২ Asia/Dhaka
  • ফিলিস্তিনে কলম্বিয়ার প্রথম রাষ্ট্রদূত নিয়োগ
    ফিলিস্তিনে কলম্বিয়ার প্রথম রাষ্ট্রদূত নিয়োগ

পার্সটুডে-কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনে দেশটির প্রথম রাষ্ট্রদূত নিয়োগের ঘোষণা দিয়েছে।

মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, খোরখে ইভান ওসপিনাকে ফিলিস্তিনে তাদের দেশের প্রথম রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ওসপিনাকে কলম্বিয়ার প্রেসিডেন্টের ঘনিষ্ঠ এবং বিশ্বাসভাজন হিসেবে বিবেচনা করা হয়।

২০২৪ সালের মে মাসে, কলম্বিয়ার প্রেসিডেন্ট ইহুদিবাদী ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন। সেইসাথে গাজা উপত্যকায় গণহত্যার জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন।

এক বছর আগে, কলম্বিয়া রামাল্লায় তাদের দূতাবাস খোলার ঘোষণা দেয়।#

পার্সটুডে/এনএম/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।