ইরানের মধ্য দিয়ে একটি আঞ্চলিক করিডোর তৈরি করা হবে
ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাথে সহযোগিতা স্থগিত করবে
-
ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ
পার্সটুডে - ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা ইউরোপীয় দেশগুলোর ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাথে তেহরানের সহযোগিতা স্থগিত করছে।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ শনিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সভাপতিত্বে একটি সভা করেছে। পার্স টুডে জানিয়েছে, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে ঘোষণা করেছে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা তথা আইএইএ'র সাথে নানা ধরনের সহযোগিতা অব্যাহত রাখলেও এবং সমস্যা সমাধানের পরিকল্পনা উপস্থাপন করা সত্ত্বেও, ইউরোপীয় দেশগুলোর পদক্ষেপ কার্যকরভাবে এজেন্সির সাথে সহযোগিতার পথ স্থগিত করবে।
ইরানের পারমাণবিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সময়সীমা বৃদ্ধি করা হবে না বলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভায় গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রপতি বলেছেন: ইরান বাধা অতিক্রম করবে, এবং এই ভূখণ্ডের অশুভ কামনাকারীরা আমাদের পথ আটকাতে পারবে না।
বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইরানের জাতীয় গ্রিকো-রোমান কুস্তি দলের বিশাল জয়
ক্রোয়েশিয়ায় বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইরানের জাতীয় গ্রিকো-রোমান কুস্তি দল প্রাথমিক জয় পেয়েছে। ইরানের জাতীয় গ্রিকো-রোমান কুস্তি দল এখন পর্যন্ত পাঁচটি স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ পদক জিতেছে ও শেষ দিনে (রবিবার) আরও তিনটি পদক জয়ের সুযোগ রয়েছে। এর আগে, ইরানের জাতীয় ফ্রিস্টাইল কুস্তি দল ১৪৫ পয়েন্ট নিয়ে ২টি স্বর্ণ, ২টি রৌপ্য এবং ৩টি ব্রোঞ্জ পদক জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইসরায়েলের ওপর অবিলম্বে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড শনিবার সন্ধ্যায় আল জাজিরার সাথে এক সাক্ষাৎকারে বলেছেন: গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যা সম্ভব হত না যদি এটিকে সমর্থনকারী দেশ, সংস্থা এবং কোম্পানিগুলোর সহযোগিতা এবং অংশগ্রহণ না থাকত। তিনি আরও বলেন: "কেবল মৌখিক নিন্দা নয়, ইসরায়েলের বিরুদ্ধে অবিলম্বে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা উচিত।"
সদস্য রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন উদ্বিগ্ন
নিউ ইয়র্ক টাইমস শনিবার জানিয়েছে যে ওয়াশিংটন সাম্প্রতিক মাসগুলিতে কিছু ডানপন্থী ইউরোপীয় দলের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে, বিশেষ করে রোমানিয়া, পোল্যান্ড এবং জার্মানিতে। প্রতিবেদন অনুসারে, ইউরোপীয় কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চ্যালেঞ্জের বিষয়ে চিন্তিত নন, তবে তারা ইইউ সদস্য রাষ্ট্রগুলির অভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট হস্তক্ষেপকে মিত্রদের মধ্যে স্বীকৃত নিয়মের পরিপন্থী বলে মনে করেন।
ভেনেজুয়েলা: আমেরিকা আমাদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছে
ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল শনিবার সন্ধ্যায় এক বিবৃতি জারি করে বলেছেন: "নিরাপত্তাহীন জেলেদের হত্যা করার জন্য ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র ব্যবহার মানবতাবিরোধী অপরাধ এবং জাতিসংঘ কর্তৃক এর তদন্ত করা উচিত।" ভেনেজুয়েলার মাছ ধরার নৌকাগুলোতে মার্কিন হামলার ফলে ১৪ জন নিহত হন।
চীন: ফিলিস্তিনে ফিলিস্তিনি সার্বভৌমত্বের নীতি বাস্তবায়ন করতে হবে
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শনিবার এক ভাষণে বলেছেন: গাজা উপত্যকায় চলমান যুদ্ধ এক অভূতপূর্ব মানবিক বিপর্যয় ডেকে এনেছে যা মানবতার বিবেককে চ্যালেঞ্জ করছে। তিনি আরও বলেন: "গাজা দখল এবং পশ্চিম তীর আক্রমণের ইসরায়েলি পদক্ষেপ পশ্চিম এশীয় অঞ্চলের স্থিতিশীলতার ক্ষতি করছে। ফিলিস্তিনে ফিলিস্তিনি সার্বভৌমত্বের নীতি প্রয়োগ করতে হবে। গাজা ও পশ্চিম তীর অজেয় ফিলিস্তিনি অঞ্চল।"
আর্মেনিয়া ও কাজাখস্তান ইরানের মধ্য দিয়ে আঞ্চলিক পরিবহন করিডোরের উন্নয়ন চায়
আর্মেনিয়া ও কাজাখস্তানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত আন্তঃসরকারি কমিশনের ১১তম বৈঠকে, যা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে, সেখানে আর্মেনিয়ার উপ-প্রধানমন্ত্রী মেহের গ্রিগোরিয়ান বলেছেন: "কাজাখস্তান-তুর্কমেনিস্তান-ইরান-আর্মেনিয়া" করিডোর ধরে একটি বহুমুখী পরিবহন রুট তৈরির উদ্যোগকে ইয়েরেভান সমর্থন করে। "চীন-কাজাখস্তান-উজবেকিস্তান-তুর্কমেনিস্তান-ইরান-আর্মেনিয়া" রুটে এখন ট্রানজিট ক্রমেই বাড়ছে, যা এই দেশগুলোর মধ্যে পরিবহন এবং সরবরাহ সংযোগ সম্প্রসারণের ক্রমবর্ধমান আকাঙ্ক্ষার ইঙ্গিত দিচ্ছে। #
পার্স টুডে/এমএএইচ/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।