এথেন্সে বিক্ষোভরত কৃষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুঁড়েছে পুলিশ
(last modified Fri, 12 Feb 2016 12:02:47 GMT )
ফেব্রুয়ারি ১২, ২০১৬ ১৮:০২ Asia/Dhaka
  • এথেন্সে বিক্ষোভরত কৃষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুঁড়েছে পুলিশ

১২ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): গ্রিসের রাজধানী এথেন্সে বিক্ষোভরত কৃষকদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়েছে। দেশটিতে অবসর ভাতার কৃচ্ছতার বিরুদ্ধে বিক্ষোভের সময়ে গ্রিসের কৃষি মন্ত্রণালয়ে ইট-পাটকেল ছুঁড়তে থাকলে এবং কৃষি মন্ত্রণালয়ে জোর করে ঢোকার চেষ্টা করলে পুলিশ এ পদক্ষেপ নেয়।

এ বিক্ষোভে প্রায় আটশ’ কৃষক অংশ নিয়েছে। কৃষকদের ভবনটি ছোঁড়া ইট-পাটকেলে জানালাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে আজ শেষ বেলায় কৃচ্ছতার বিরুদ্ধে এথেন্সে বিশাল বিক্ষোভ হওয়ার কথা রয়েছে।

গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সি সিপার্স’এর সরকার দেশটিতে অবসর ভাতার খাতে দেয় চাঁদা এবং অবসর ভাতার ওপর কর বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। তার এ পরিকল্পনার বিরুদ্ধে রাজধানীতে সমবেত হয়ে বিশাল বিক্ষোভ করবে দেশটির কৃষকরা।#

রেডিও তেহরান/সমর/১২

ট্যাগ