আমরা অস্ত্র ত্যাগ করবে না: হিজবুল্লাহর সংসদ সদস্য
-
ইহাব হামাদা
পার্সটুডে- লেবাননের পার্লামেন্টে “প্রতিরোধের প্রতি আনুগত্য” গ্রুপের প্রতিনিধি বলেছেন, হিজবুল্লাহ তার অস্ত্র ত্যাগ করবে না।
পার্সটুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের পার্লামেন্টে “প্রতিরোধের প্রতি আনুগত্য” গ্রুপের প্রতিনিধি ইহাব হামাদা আরও বলেছেন, নিরস্ত্রীকরণের কোনো প্রশ্নই ওঠে না। তিনি জানান, এই বিষয়টি কেবল যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের পর জাতীয় প্রতিরক্ষা কৌশলের কাঠামোর মধ্যেই আলোচনায় আসতে পারে।
ইহাব হামাদা আরও বলেন, মিশর লেবাননের হিজবুল্লাহর সঙ্গে নয়া পদ্ধতিতে সাক্ষাতের আবেদন উত্থাপন করেছে, এটা কোনো উদ্যোগের অংশ হিসেবে নয় বরং কেবল মতামত শোনার উদ্দেশ্যে।
হামাদা বলেন, যেকোনো নতুন রাজনৈতিক উদ্যোগ অবশ্যই লেবানন সরকারের মাধ্যমে উত্থাপিত হতে হবে, কারণ সরকারই সব রাজনৈতিক দলের প্রতিনিধি। একই সঙ্গে তিনি বলেন, হিজবুল্লাহ কারও সঙ্গে বিশেষ করে আরব দেশগুলোর সঙ্গে আলোচনা ও যোগাযোগের দরজা বন্ধ করেনি এবং পরামর্শ ও সংলাপের পথ উন্মুক্ত রয়েছে।
তিনি বলেন, সার্বভৌমত্বের নীতিমালা এবং সবার জন্য স্বীকৃত অধিকারসমূহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেকোনো উদ্যোগকে স্বাগত জানানো হবে এবং গুরুতর প্রস্তাব গ্রহণে হিজবুল্লাহ প্রস্তুত।
তিনি জোর দিয়ে বলেন, যদি ইসরায়েল মনে করত লেবাননে হামলা চালানো এবং বৈরুতে পৌঁছানো সহজ হবে, তাহলে তারা এক মুহূর্তও দেরি করত না। যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি লঙ্ঘনের কথা উল্লেখ করে ইহাব হামাদা বলেন, হিজবুল্লাহ লেবাননের স্থিতিশীলতার একটি মূল উপাদান।#
পার্সটুডে/এসএ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন