আমেরিকার প্রতি মুসলিম হুমকির দাবি ইসরায়েলি পরিকল্পনা: কার্লসন
https://parstoday.ir/bn/news/world-i155602-আমেরিকার_প্রতি_মুসলিম_হুমকির_দাবি_ইসরায়েলি_পরিকল্পনা_কার্লসন
পার্সটুডে-মার্কিন বিখ্যাত এক উপস্থাপক আমেরিকার প্রতি ইসলাম ও মুসলমানদের হুমকির দাবিকে ইহুদিবাদী ইন্ধন বলে অভিহিত করেছেন।
(last modified 2025-12-30T03:19:25+00:00 )
ডিসেম্বর ২৯, ২০২৫ ১৮:২৬ Asia/Dhaka
  • আমেরিকান মিডিয়া কর্মী টাকার কার্লসন
    আমেরিকান মিডিয়া কর্মী টাকার কার্লসন

পার্সটুডে-মার্কিন বিখ্যাত এক উপস্থাপক আমেরিকার প্রতি ইসলাম ও মুসলমানদের হুমকির দাবিকে ইহুদিবাদী ইন্ধন বলে অভিহিত করেছেন।

পার্সটুডে আরও জানায়, আমেরিকার মিডিয়া কর্মী টাকার কার্লসন সেদেশের প্রতি ইসলাম ও মুসলমানদের হুমকির দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন: এই দাবিগুলো ইসরায়েলি মন্ত্রিসভা এবং আমেরিকায় তাদের স্বার্থ রক্ষাকারীরা করছে। কার্লসন জোর দিয়ে বলেছেন: যারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা যা কিছুই করে তাই রক্ষা করে তারা মানুষের সমতা মানে না।

এই রাজনৈতিক কর্মী ইহুদিবাদী ইসরাইলের প্রতি আমেরিকার সরকারগুলোর নিঃশর্ত সমর্থন দেওয়ার নীতির সমালোচনা করেছেন। তিনি বলেছেন: নেতানিয়াহু মন্ত্রিসভার হত্যাকাণ্ডের দায় আমরা কেন নেবো? যেহেতু তারা জনগণকে বলেছে যে আপনার ভাগ্য ইসরায়েলের সাথে জড়িত। যদিও ইসরায়েল কেবল একটি গুরুত্বপূর্ণ মিত্রই নয় বরং এটি কেবল একটি ব্যয়। তিনি সমালোচকদের ইহুদি-বিদ্বেষের অভিযোগ এনে তাদের কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়ার ইহুদিবাদী লক্ষ্য সম্পর্কেও বলেন: তারা [ইহুদিবাদীরা] এই কর্মকাণ্ডের মাধ্যমে কয়েক দশক ধরে ইহুদি-বিদ্বেষ পুনরুত্পাদন করে আসছে।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসলামোফোবিয়া এবং বর্ণবাদ মোকাবিলা করব: মামদানি

এদিকে, নিউ ইয়র্ক সিটির নির্বাচিত মেয়র জোহরান মামদানি বলেছেন: ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসলামোফোবিয়া এবং বর্ণবাদ মোকাবিলা করা হবে তার প্রধান অগ্রাধিকারগুলোর একটি। মামদানি জোর দিয়ে বলেন: তিনি ঘৃণা এবং বৈষম্যমূলক আচরণ ছড়িয়ে দেওয়ার ঘটনাটি দ্রুত এবং গুরুত্ব সহকারে মোকাবেলা করবেন এবং এ বিষয়টি তার মেয়র পদের প্রাথমিক এজেন্ডায় রয়েছে। মামদানি ১ জানুয়ারী, ২০২৬ তারিখে এরিক অ্যাডামসের স্থলাভিষিক্ত হয়ে প্রথম মুসলিম মেয়র হিসেবে নিউ ইয়র্কের মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন।#

পার্সটুডে/এনএম/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন