ট্রাম্পের শুল্ক-হুমকি কি শক্তির লক্ষণ নাকি অক্ষমতার স্বীকারোক্তি?
https://parstoday.ir/bn/news/world-i156054-ট্রাম্পের_শুল্ক_হুমকি_কি_শক্তির_লক্ষণ_নাকি_অক্ষমতার_স্বীকারোক্তি
পার্সটুডে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাম্প্রতিক হুমকিপূর্ণ বক্তব্যে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন দেশগুলোকেই নিশানা করেছেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ১৩, ২০২৬ ১৮:৩২ Asia/Dhaka
  • ট্রাম্প
    ট্রাম্প

পার্সটুডে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাম্প্রতিক হুমকিপূর্ণ বক্তব্যে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন দেশগুলোকেই নিশানা করেছেন।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সর্বশেষ মন্তব্যে আবারও সেই সব দেশকে হুমকি দিয়েছেন যারা ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বজায় রেখেছে। তিনি এসব দেশকে ইরানের সঙ্গে অর্থনৈতিক লেনদেন করা থেকে নিরুৎসাহিত করার চেষ্টা করেছেন। তিনি বলেন, যেকোনো দেশ ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন করলে ঐসব দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

ট্রাম্প এমন এক সময়ে আবারও ইরানের বাণিজ্যিক অংশীদারদের হুমকি দিচ্ছেন, যখন এই ধরনের ভাষা নতুন কোনো কৌশলের চেয়ে সেই পুরোনো নীতিরই পুনরাবৃত্তি। ওয়াশিংটন গত কয়েক বছরে বারবার ইরানি জাতিকে পরীক্ষা করেছে কিন্তু কাংঙ্ক্ষিত ফল পায়নি।

ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক থাকা দেশগুলোর বিরুদ্ধে ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি আসলে নতুন মোড়কে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতিকে পুনর্গঠনের একটি চেষ্টা; যা এবার শুধু তেহরানকেই নয়, বরং তৃতীয় পক্ষ ও ইরানের বাণিজ্যিক অংশীদারদেরও নিশানা করছে। এই দৃষ্টিভঙ্গির অর্থ হলো- যুক্তরাষ্ট্র এখনও হুমকির পরিসর বাড়িয়ে ইরানের সঙ্গে সহযোগিতার ব্যয় বাড়াতে এবং তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবেশকে বিষিয়ে তুলতে চায়।

ট্রাম্প এ ধরনের বক্তব্যের মাধ্যমে এটাই তুলে ধরছেন যে, তার পররাষ্ট্রনীতির প্রধান হাতিয়ার হলো চাপ ও জবরদস্তির ভাষা। অথচ অভিজ্ঞতা বলছে, এই ভাষার বাস্তব কার্যকারিতার চেয়ে এর প্রচারমূলক ব্যবহারই বেশি। এমন হুমকি কার্যকর করতে গেলে যুক্তরাষ্ট্রকে বিভিন্ন দেশের সঙ্গে জটিল আইনি ও বাণিজ্যিক বিরোধে জড়াতে হবে—যেসব দেশের অনেকেরই ইরানের বাজারের ওপর উল্লেখযোগ্য নির্ভরতা রয়েছে এবং যারা ওয়াশিংটনের একতরফা সিদ্ধান্তের জন্য নিজেদের অর্থনৈতিক সম্পর্ক বিসর্জন দিতে প্রস্তুত নয়। এই দিক থেকে দেখলে, ট্রাম্পের হুমকি এক ধরণের মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং আন্তর্জাতিক পরিসরে ভীতি সৃষ্টির কৌশল মাত্র।

অতীতের নীতিগুলো পুনরাবৃত্তি করে ট্রাম্প কার্যত দেখাচ্ছেন যে চাপ প্রয়োগের জন্য তার হাতে নতুন কোনো হাতিয়ার নেই এবং তিনি বাধ্য হয়ে পুরোনো ছককেই নতুন রূপে উপস্থাপন করছেন। এর মাধ্যমে তিনি ইরান ইস্যুতে নিজেদের অচলাবস্থাই তুলে ধরতে চেয়েছেন।#

পার্সটুডে/এসএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।