শ্রমিকদের পিটুনিতেই নিহত হয়েছেন স্বরাষ্ট্র উপমন্ত্রী: বলিভিয়া সরকার
https://parstoday.ir/bn/news/world-i18247-শ্রমিকদের_পিটুনিতেই_নিহত_হয়েছেন_স্বরাষ্ট্র_উপমন্ত্রী_বলিভিয়া_সরকার
বলিভিয়ার বিক্ষুব্ধ খনিশ্রমিকরা দেশটির স্বরাষ্ট্র উপমন্ত্রী রডলফো ইলানেসকে পিটিয়ে হত্যা করেছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস রুমেরো। তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, ৫৬ বছর বয়সী উপমন্ত্রী রডলফো ইলানেস আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা করতে পান্ডুরো এলাকায় গিয়েছিলেন। ওই এলাকাটি দেশটির প্রশাসনিক রাজধানী লা পাস থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে অবস্থিত।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৬, ২০১৬ ১৮:২৯ Asia/Dhaka
  • নিহত স্বরাষ্ট্র উপমন্ত্রী (ফাইল ফটো)
    নিহত স্বরাষ্ট্র উপমন্ত্রী (ফাইল ফটো)

বলিভিয়ার বিক্ষুব্ধ খনিশ্রমিকরা দেশটির স্বরাষ্ট্র উপমন্ত্রী রডলফো ইলানেসকে পিটিয়ে হত্যা করেছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস রুমেরো। তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, ৫৬ বছর বয়সী উপমন্ত্রী রডলফো ইলানেস আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা করতে পান্ডুরো এলাকায় গিয়েছিলেন। ওই এলাকাটি দেশটির প্রশাসনিক রাজধানী লা পাস থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে অবস্থিত।

শ্রমিকরা আলোচনা না করে মন্ত্রীকে প্রথমে অপহরণ ও পরে পিটিয়ে হত্যা করে বলে তিনি জানান।

এদিকে, উপমন্ত্রীর মৃতদেহ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রেইমি ফেরেইরা জানিয়েছেন। তিনি বলেন, মন্ত্রীর মৃত্যুর খবরে মানসিকভাবে ভেঙে পড়েছেন প্রেসিডেন্ট ইভো মোরালেস। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা সম্ভব হয়েছে বলে তিনি ঘোষণা করেন। প্রতিরক্ষামন্ত্রী বলেন, এ হত্যাকাণ্ডের বিচার হবেই।

 গত কয়েক দিন ধরেই খনিশ্রমিকরা আইন পরিবর্তনের জন্য বিক্ষোভ করে আসছিল। গত বুধবার পুলিশের গুলিতে দুই শ্রমিক নিহত হয়। এরপরই শ্রমিকরা আরও ক্ষুব্ধ হয়ে উঠে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬