উজবেক প্রেসিডেন্ট কারিমভ মারা গেছেন
(last modified Fri, 02 Sep 2016 12:01:22 GMT )
সেপ্টেম্বর ০২, ২০১৬ ১৮:০১ Asia/Dhaka
  • ইসলাম কারিমভ
    ইসলাম কারিমভ

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম জানিয়েছেন, উজবেকিস্তান প্রেসিডেন্ট ইসলাম কারিমভ মারা গেছেন। ৭৮ বছর বয়সী কারিমভকে মস্তিষ্কে রক্তক্ষরণের পর গত সপ্তাহে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে উজবেক সরকার জানিয়েছিল, কারিমভ মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছেন।

কারিমভ মারা যাওয়ার খবরটি মন্ত্রিপরিষদের বৈঠকে প্রকাশ করেন ইলদিরিম। অবশ্য কারিমভ মারা গেছেন বলে অনেক আগেই গুজব এর ছড়িয়ে পড়েছিল।

উজবেকিস্তানের একটি সরকার-বিরোধী ওয়েবসাইট খবর দিয়েছে, নিজ শহর সমরখন্দের কারিমভের দাফনের ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া, সমরখন্দের বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে।

কারিমভ ১৯৯০ সাল থেকে উজবেকিস্তানের ক্ষমতায় ছিলেন কিন্তু তা সত্ত্বেও তিনি নিজ উত্তরসূরির নাম ঘোষণা করেন নি। এর আগে খবরে বলা হয়েছিল,  কারিমভের মৃত্যু হলে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত উজবেক সিনেট দেশ পরিচালনা করবে। তিন মাসের মধ্যে দেশটির নির্বাচন সম্পন্ন করতে হবে বলে সাংবিধানিক বাধ্যোধকতা রয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২

 

ট্যাগ