সেপ্টেম্বর ০৬, ২০১৬ ১৫:৩৮ Asia/Dhaka
  • রোবট প্রহরীকে ভয় পায় না ‘চোর'!

রোবট প্রহরীকে চোরেরা ভয় পায় না। নতুন এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। গত মাসে নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক সিম্পোজিয়ামে সমীক্ষার ফলাফল তুলে ধরা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বিজ্ঞান বিষয়ক সাপ্তাহিকী নিউ সায়েন্টিস।

নিউ ইয়র্কভিত্তিক কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সমীক্ষার জন্য এমওবিই রোবট ব্যবহার করেন। খাবার ঘরে এ রোবট প্রহরী বসানো হয়। সমীক্ষার জন্য খাবার ঘরে গোপন ক্যামেরায় শত শত ছাত্রের আচরণও ধারণ করা হয়। টেবিলে কিছু সংরক্ষিত খাবার রাখা ছিল। তাতে ছাত্রদের হাত দিতে নিষেধ করা হয়। 

দেখা গেছে, রোবট প্রহরীকে উপেক্ষা করে খাবার টেবিলের সংরক্ষিত খাদ্য-দ্রব্য নিজের প্লেটে তুলে নিচ্ছে ছাত্ররা। সাত শতাংশ ছাত্র এভাবে নিষিদ্ধ খাদ্য হাতিয়ে নিচ্ছে। কোনো কোনো ছাত্র আরেক ধাপ এগিয়ে গেছে। তারা খাবার হাতিয়ে নেয়ার জন্য রোবটের মুখ ঘুরিয়ে দেয়ার কথাও বলেছে। অর্থাৎ রোবট যেন তাদের দেখতে না পায়- তাই এ কাজ!

সমীক্ষায় আরো দেখা গেছে, খাবার টেবিলের কাছে কোনো প্রহরী রাখা না হলে নিষিদ্ধ খাদ্য হাতিয়ে নেয়ার হার মাত্র এক শতাংশ বাড়ছে। অর্থাৎ আট শতাংশ ছাত্র তখন সুযোগের সদ্ধব্যবহার করছে এবং নিষিদ্ধ খাবার হাতিয়ে নিচ্ছে। কিন্তু মানুষ প্রহরী রাখা হলে পুরো চিত্রই উল্টে যাচ্ছে। সে সময়ে মাত্র ২ শতাংশ ছাত্র খাবার হাতিয়ে নেয়ার সাহস দেখাচ্ছে।

এ সমীক্ষায় নেতৃত্ব দিয়েছেন গাই হফম্যান। প্রতিদিনের জীবনযাত্রায় রোবটের উপস্থিতিতে মানুষের আচরণ কী হবে তা যাচাই করে দেখাই ছিল এ সমীক্ষার উদ্দশ্য। স্বাস্থ্যসেবা এবং সামরিক নানা কাজে প্রতিদিনই রোবটের ব্যবহার বাড়ছে। আর সে প্রেক্ষাপটে এ গবেষণা চালানো হয় বলে জানান হফম্যান।#

পার্সটুডে/মূসা রেজা/৬

 

ট্যাগ