সেপ্টেম্বর ১৫, ২০১৬ ২৩:৫৫ Asia/Dhaka
  • রোবট কর্মীবাহিনী কেড়ে নেবে ৬ ভাগ মার্কিনির চাকরি

আমেরিকায় রোবট কর্মীবাহিনী ২০২১ সালের মধ্যে ৬ শতাংশ মার্কিনির চাকরি কেড়ে নেবে। প্রথমে ভোক্তা সেবায় জড়িত ব্যক্তিরা চাকরিচ্যুত হবেন। পরের সারিতে চাকরি হারাবেন ট্রাক এবং ট্যাক্সি চালকরা। এ খবর দিয়েছে বাজার গবেষণায় জড়িত মার্কিন সংস্থা ফোরেস্টার।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পরিচালিত এসব রোবট মানুষের আচরণ বুঝতে পারবে। এছাড়া, প্রয়োজনে মানুষের মতোই সিদ্ধান্ত নিতে পারবে। বর্তমানের সিরি, গোগোল নাও, চ্যাটবোটস, কোর্টিনা বা আলেক্সার মতো ভার্চুয়াল সহযোগীরা প্রজ্ঞা এবং জ্ঞানে আরো সমৃদ্ধ হবে। হয়ে উঠবে পূর্ণ বিকশিত রোবট কর্মী। আগামী পাঁচ বছরের মধ্যেই জটিল পরিস্থিতিতে সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা পাবে এসব ভার্চুয়াল সহযোগী। আর এর মধ্যদিয়ে গাড়ি চালানোর মতো জটিল কাজে সক্ষম হয়ে উঠতে থাকবে তারা।

এদিকে,  মার্কিন সার্ভিস এমপ্লয়িস ইন্টারন্যাশনাল ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট অ্যান্ডি স্টার্ন বলেন, আমেরিকার অর্থনৈতিক প্রেক্ষাপটে ছয় শতাংশ মানে বিশাল ব্যাপার হয়ে উঠবে। মার্কিন অর্থনীতি কখনোই পূর্ণকালীন চাকরি সৃষ্টিতে দক্ষতা দেখাতে পারে নি। সে ক্ষেত্রে  পরিবর্তিত পরিস্থিতিতে মার্কিনিদের নতুন চাকরি খুঁজে বের করার ক্ষমতা থাকবে না। ব্যাংক, স্বাস্থ্যসেবার মতো নতুন চাকরি সৃষ্টিকারী মার্কিন ক্ষেত্রগুলোতেও রোবট কর্মীবাহিনী ঢুকতে থাকবে।

সব মিলিয়ে বাড়বে বেকার জনসংখ্যা। সমীক্ষায় দেখা গেছে- বেকারত্বের উচ্চ হারের সঙ্গে অপরাধ তৎপরতা বাড়ার সম্পর্ক রয়েছে। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ রোবট কর্মী বাহিনী শেষ পর্যন্ত অপরাধ প্রবণ সহিংস জনগোষ্ঠীর সৃষ্টির উৎস হয়ে উঠতে পারে বলে আশংকা করা হচ্ছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৫

 

ট্যাগ