‘জাতিসংঘকে পুনর্গঠন করুন’: ন্যামের সমাপনি বিবৃতি
-
ন্যাম শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতৃবৃন্দ
উন্নয়নশীল দেশগুলোকে আরো বেশি ক্ষমতা দেয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম। ভেনিজুয়েলার মারগারিতা দ্বীপে অনুষ্ঠিত জোটের ১৭তম শীর্ষ সম্মেলনের সমাপনি বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা আরো বাড়ানোরও দাবি জানানো হয়।
জাতীয় ও আন্তর্জাতিক নানা ইস্যুতে আলোচনার জন্য গত সপ্তাহে মারগারিতায় শীর্ষ সম্মেলনে বসেন ন্যামের রাষ্ট্র ও সরকার প্রধানরা। সম্মেলনে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কাছে এ জোটের সভাপতির দায়িত্ব চার বছরের জন্য হস্তান্তর করেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
চার বছর আগে ২০১২ সালের সেপ্টেম্বরে তেহরানে অনুষ্ঠিত ১৬তম ন্যাম শীর্ষ সম্মেলনে জোট নিরপেক্ষ আন্দোলনের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন রুহানি।
রোববার জোটের সমাপনি অধিবেশনে দেয়া ভাষণে প্রেসিডেন্ট মাদুরো বলেন, জাতিসংঘকে শুধু পুনর্গঠন করলেই হবে না সেইসঙ্গে এটিকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যাতে বিশ্বের সব দেশ ভারসাম্যপূর্ণভাবে এ বিশ্ব সংস্থার কর্মতৎপরতায় অংশ নিতে পারে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯