চীন সাগরের বিরোধপূর্ণ এলাকার নজরদারিতে স্টিলথ ড্রোন নামাবে বেইজিং
(last modified Sun, 25 Sep 2016 06:14:39 GMT )
সেপ্টেম্বর ২৫, ২০১৬ ১২:১৪ Asia/Dhaka
  • চীন সাগরের বিরোধপূর্ণ এলাকার নজরদারিতে স্টিলথ ড্রোন নামাবে বেইজিং

দক্ষিণ এবং পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ এলাকাগুলোর ওপর নজরদারির জন্য রাডার ফাঁকি দিতে সক্ষম বা স্টিলথ ড্রোন মোতায়েন করবে বেইজিং। এ ছাড়া, এ সব ড্রোন দিয়ে বিরোধপূর্ণ এলাকার নিখুঁত মানচিত্র তৈরির কাজও করা হবে। এ দুই এলাকা নিয়ে যখন উত্তেজনা তুঙ্গে তখন এ পদক্ষেপ নেয়ার পরিকল্পনা ঘোষণা করল চীন।

বেইজিং’এর তৈরি এ ড্রোনের একটি পূর্ব চীন সাগরের জাপানের কাছে সেনকাকু বা চীনের কাছে দিয়াওউ নামে পরিচিত দ্বীপপুঞ্জের ওপর নজর রাখবে। জাপানের মালিকানাধীন এ দ্বীপপুঞ্জের ওপর মালিকানা দাবি করছে চীন। মাঝে মাঝে এ দ্বীপপুঞ্জের পানিসীমার কাছে জাহাজ পাঠায় চীন।

এ ছাড়া, দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ বিশাল এলাকার ওপরও নজরদারি করবে অপর একটি ড্রোন। টানা ৩০ ঘণ্টা উড়তে সক্ষম ড্রোন এ এলাকায় নজরদারি ও মানচিত্র তৈরিতে ব্যবহার করা হবে। ১৪০০ কিলোমিটার এলাকা জুড়ে তৎপরতা চালাতে সক্ষম হবে চালকহীন এ বিমান।

পার্সটুডে/মূসা রেজা/২৫

 

ট্যাগ