ভারতকে এস-৪০০ সরবরাহ করার চুক্তি চূড়ান্ত করবে রাশিয়া
-
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
নয়াদিল্লির কাছে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ সরবরাহ করার চুক্তি চূড়ান্ত করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পুতিনের সহযোগী ইউরি উশাকভের বরাত দিয়ে এ খবর দিয়েছে রুশ সংবাদ সংস্থাগুলো। রুশ প্রেসিডেন্টের আসন্ন ভারত সফরের সময়ে এ সংক্রান্ত চুক্তি হবে বলে খবরে উল্লেখ করা হয়েছে।
উশাকভ আজ (বৃহস্পতিবার) মস্কোতে বলেছেন, পুতিনের ভারত সফরের সময় এস-৪০০ সরবরাহের চুক্তি ছাড়াও অন্যান্য চুক্তি হবে।
শনিবার ভারতের গোয়াতে ‘ব্রিকস’ শীর্ষ সম্মেলনের অবকাশে পুতিন-মোদি বৈঠকের কথা রয়েছে। ব্রাজিল, চীন ও দক্ষিণ আফ্রিকার নেতারাও ‘ব্রিকস’ শীর্ষ সম্মেলন উপলক্ষে ভারত সফর করবেন।
রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ একসাথে ৩০০ লক্ষ্যবস্তুর ওপর নজর রাখতে পারে। এ ছাড়া, কয়েকশ’ কিলোমিটার এলাকার মধ্যে প্রায় তিন ডজন লক্ষ্যবস্তুকে গুলি করে ভূপাতিত করতেও পারে এটি।
বিশ্বের শীর্ষস্থানীয় অস্ত্র আমদানিকারক দেশ ভারত। ২০১৪ সালে মোদি ক্ষমতায় আসার পর থেকে সেনাবাহিনীর আধুনিকায়নে ১০ হাজার কোটি ডলার কর্মসূচির অংশ হিসেবে দেশটি বড় অংকের কয়েকটি চুক্তি করেছে। ফ্রান্সের কাছ থেকে তিন ডজন রাফায়েল যুদ্ধবিমান কেনার জন্য গতমাসে ভারত ৮৮০ কোটি ডলারের চুক্তি করেছে।
বিতর্কিত কাশ্মির নিয়ে যখন নয়াদিল্লি এবং ইসলামাবাদের মধ্যে উত্তেজনা তুঙ্গে তখন বিমান কেনার এ চুক্তি করা হয়। এরপর এস-৪০০ কেনার বিষয়ে চুক্তির খবর বের হলো।
কাশ্মির সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর গত কয়েক মাস ধরে নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়েছে পাকিস্তান এবং ভারত। অবশ্য উত্তেজনা উসকে দেয়ার জন্য দেশ দু’টি একে অপরকে দায়ী করছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৩