ইমেইল কেলেঙ্কারিতে অপরাধ করেননি হিলারি: এফবিআই
https://parstoday.ir/bn/news/world-i25012-ইমেইল_কেলেঙ্কারিতে_অপরাধ_করেননি_হিলারি_এফবিআই
আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের সময় ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহার করে হিলারি ক্লিন্টন কোনো অপরাধ করেননি বলে জানিয়ে দিয়েছে দেশটির ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই। সংস্থাটির পরিচালক জেমস কোমি রোববার রিপাবলিকান-নিয়ন্ত্রিত কংগ্রেসে একটি চিঠি পাঠিয়ে এ কথা ঘোষণা করেছেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
নভেম্বর ০৭, ২০১৬ ০৭:০৫ Asia/Dhaka
  • হিলারি ক্লিন্টন
    হিলারি ক্লিন্টন

আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের সময় ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহার করে হিলারি ক্লিন্টন কোনো অপরাধ করেননি বলে জানিয়ে দিয়েছে দেশটির ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই। সংস্থাটির পরিচালক জেমস কোমি রোববার রিপাবলিকান-নিয়ন্ত্রিত কংগ্রেসে একটি চিঠি পাঠিয়ে এ কথা ঘোষণা করেছেন।

এটি ছিল হিলারির ইমেইল কেলেঙ্কারির ব্যাপারে এফবিআই’র দ্বিতীয় তদন্ত। নিজ বাসভবনে অবস্থিত ব্যক্তিগত সার্ভার ব্যবহারের মাধ্যমে হিলারি আইন ভেঙেছেন কিনা তা খতিয়ে দেখতে এক বছর ধরে ওই তদন্ত করে এফবিআই। চলতি বছরের জুলাইতে তদন্ত শেষ হয়।  তদন্ত শেষে এফবিআইয়ের পরিচালক জেমস কোমি হিলারির বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ আনার সুপারিশ করেননি।

নিজের সিদ্ধান্তে কোমি জানিয়েছেন, গোপনীয় তথ্যের বিষয়ে হিলারি ও তার কর্মীরা ‘অসতর্ক’ আচরণ করলেও তারা জেনেশুনে এ কাজ করেছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। কোমি জানান, গোপনীয় তথ্য কীভাবে সামলাতে হয় সে বিষয়ে ‘সর্বোচ্চ জ্ঞান’ প্রদর্শন করতে পারেননি হিলারি, এ কারণেই তিনি ও তার কর্মীরা গোপনীয় তথ্য সামলানোর বিষয়ে ‘অত্যন্ত অসতর্ক’ ছিলেন।

রোববার কংগ্রেসকে লেখা চিঠিতে কোমি বলেছেন, নতুন তদন্ত আগের ফলাফলে কোনো পরিবর্তন করেনি এবং তিনি এখনো তার আগের সিদ্ধান্তে অটল রয়েছেন।

এফবিআই’র সর্বশেষ তদন্তের ফলাফলকে স্বাগত জানিয়েছে ক্লিন্টনের নির্বাচনি প্রচারণা দল। দলের অন্যতম কর্মকর্তা জেনিফার পালমিয়েরি বলেছেন, “বিষয়টির সমাধান হওয়ায় আমরা আনন্দিত।”  প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র দু’দিন আগে এ বিষয়টি প্রকাশ হওয়ায় হিলারি ভোটাভুটিতে ট্রাম্পের চেয়ে আরেকধাপ এগিয়ে থাকবেন বলে অনেকে মনে করছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭