বিতর্কিত দ্বীপপুঞ্জের পানিসীমায় ১ সপ্তাহে দ্বিতীয় বার ঢুকল চীনা জাহাজ
(last modified Sat, 12 Nov 2016 10:09:48 GMT )
নভেম্বর ১২, ২০১৬ ১৬:০৯ Asia/Dhaka
  • বিতর্কিত দ্বীপপুঞ্জের পানিসীমায় ১ সপ্তাহে দ্বিতীয় বার ঢুকল চীনা জাহাজ

পূর্ব চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জের পানিসীমায় আজ (শনিবার) চীনের চারটি জাহাজ ঢুকেছিল বলে দাবি করেছে জাপানের কোস্ট গার্ড। চলতি সপ্তাহে এ নিয়ে দ্বিতীয় বার ওই এলাকায় চীনা জাহাজ ঢুকল।

জাপানের কোস্ট গার্ড বলেছে, স্থানীয় সময় সাড়ে ১০টায় জাহাজ চারটি ঢোকে এবং দুই ঘণ্টা পরে ওই এলাকা ছেড়ে চলে যায়।

পূর্ব চীন সাগরের দিয়াউয়ু বা সেনকাকু দ্বীপ নিয়ে চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। বেইজিং বলছে, প্রাচীন কাল থেকে ওই এলাকা নিয়ন্ত্রণ করছে চীন। অন্যদিকে ১৮৯৫ সাল থেকে এলাকাটি নিয়ন্ত্রণ করছে জাপান। 

জাপান ২০১২ সালে দ্বীপটিকে জাতীয়করণ করার পর থেকে প্রায়ই চীনা জাহাজ ও বিমান বিতর্কিত অঞ্চলে টহল দেয়। দিয়াউয়ু বা সেনকাকু দ্বীপের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোশ করবে না বলে এর আগে ঘোষণা করেছে টোকিও এবং বেইজিং।

চীনা উপকূল থেকে দ্বীপটি ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত। ২০১৩ সালের নভেম্বর মাসে বিতর্কিত দ্বীপপুঞ্জকে ঘিরে আকাশ প্রতিরক্ষা জোন গঠন করে বেইজিং।#

পার্সটুডে/মূসা রেজা/১২

 

ট্যাগ