আলেপ্পোয় পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
https://parstoday.ir/bn/news/world-i28711-আলেপ্পোয়_পর্যবেক্ষক_পাঠানোর_সিদ্ধান্ত_নিল_জাতিসংঘ_নিরাপত্তা_পরিষদ
সিরিয়ার আলেপ্পোয় পর্যবেক্ষক পাঠানোর সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ এক প্রস্তাব পাস করে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২০, ২০১৬ ০৭:৪৩ Asia/Dhaka
  • জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটি (ফাইল ছবি)
    জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটি (ফাইল ছবি)

সিরিয়ার আলেপ্পোয় পর্যবেক্ষক পাঠানোর সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ এক প্রস্তাব পাস করে।

ফ্রান্সের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবে এই পর্যবেক্ষক দলের নির্বিঘ্নে আলেপ্পো যাওয়ার তাৎক্ষণিক সুযোগ করে দেয়ার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘের পর্যবেক্ষক দল পূর্ব আলেপ্পো থেকে বিদেশি মদদপুষ্ট জঙ্গি ও বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার কাজ তদারকি করবে বলে নিরাপত্তা পরিষদের প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। এ পর্যবেক্ষক দল মোতায়েনের প্রক্রিয়া তদারকির দায়িত্ব দেয়া হয়েছে জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে।  বলা হয়েছে, এই দল আলেপ্পোর বেসামরিক নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করল কিনা তা বান কিন মুন তদারকি করবেন।

জাতিসংঘে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত প্রস্তাবটি পাস হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেছেন, এর ফলে আলেপ্পো তার ভাষায় ‘আরেকটি সেব্রেনিৎসা’ হওয়ার হাত থেকে রক্ষা পাবে।

বাশার আল-জাফারি

এদিকে জাতিসংঘে নিযুক্ত সিরিয় রাষ্ট্রদূত বাশার আল-জাফারি এ প্রস্তাবের নিন্দা জানিয়ে বলেছেন, আলেপ্পোয় জঙ্গিদের সন্ত্রাসী তৎপরতা সম্পর্কে এ প্রস্তাবে একটি কথাও উল্লেখ করা হয়নি। তবে তারপরও যেসব দেশ এ প্রস্তাব পাস করেছে আলেপ্পোয় তাদের পর্যবেক্ষণ তৎপরতা ভবিষ্যতের জন্য উদাহরণ হয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২০