‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা দ্বিগুণ করেছে উত্তর কোরিয়া’
(last modified Wed, 22 Mar 2017 04:03:24 GMT )
মার্চ ২২, ২০১৭ ১০:০৩ Asia/Dhaka
  • উত্তর কোারিয়ার একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র
    উত্তর কোারিয়ার একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র

উত্তর কোরিয়া নিজের পরমাণু কর্মসূচির দ্রুত প্রসার ঘটাচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক ইউকিয়া আমানো। তিনি বলেছেন, পিয়ংইয়ং গত কয়েক বছরে নিজের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা দ্বিগুণ পর্যন্ত বাড়িয়েছে।

মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক গুরুত্বপূর্ণ এ সংস্থার প্রধান। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির দ্রুত বিস্তারে উদ্বেগ প্রকাশ করে আমানো বলেন, কূটনৈতিক উপায়ে পিয়ংইয়ং-এর ব্যাপারে কোনো সমাধানে পৌঁছানো এখন প্রায় অসম্ভব বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ইউকিয়া আমানো

আইএইএ প্রধান বলেন, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা নতুন যুগে প্রবেশ করেছে এবং প্রাপ্ত আলামতগুলো বলছে, এই খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে দেশটি।

সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এশিয়া সফরে গিয়ে রাজনৈতিক উপায়ে উত্তর কোরিয়া সংকটের সমাধান করার ব্যাপারে হতাশা প্রকাশ করে বলেছিলেন, সামরিক উপায়ে এ সংকটের নিষ্পত্তি করতে হবে।

একটি পরমাণু কেন্দ্র পরিদর্শন করছেন উত্তর কোরিয়ার নেতা কমি জং-উন (ফাইল ছবি)

এদিকে পিয়ংইয়ং বহু আগে থেকে বলে এসেছে, তার বিরুদ্ধে যতদিন আমেরিকা ও তার মিত্ররা হুমকি দেয়া অব্যাহত রাখবে ততদিন দেশটি নিজের সামরিক ক্ষমতা ও আগাম হামলা চালানোর সক্ষমতা বৃদ্ধি করে যাবে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২

ট্যাগ