সন্ত্রাসীদের নির্মূলে সিরিয়ার পাশে থাকার প্রতিশ্রুতি রাশিয়ার
https://parstoday.ir/bn/news/world-i35732-সন্ত্রাসীদের_নির্মূলে_সিরিয়ার_পাশে_থাকার_প্রতিশ্রুতি_রাশিয়ার
রাশিয়া এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছে যে, সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে দেশটির সেনাবাহিনীকে সমর্থন দিয়ে যাবে মস্কো। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে রাসায়নিক হামলার বিষয়ে তদন্ত করতে একটি অনুসন্ধানী কমিটি গঠনের জন্য আহ্বান জানিয়েছে দেশটি।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
এপ্রিল ০৬, ২০১৭ ১৫:৫১ Asia/Dhaka
  • ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ
    ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ

রাশিয়া এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছে যে, সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে দেশটির সেনাবাহিনীকে সমর্থন দিয়ে যাবে মস্কো। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে রাসায়নিক হামলার বিষয়ে তদন্ত করতে একটি অনুসন্ধানী কমিটি গঠনের জন্য আহ্বান জানিয়েছে দেশটি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল (বুধবার) সাংবাদিকদের বলেন, সিরিয়াকে সন্ত্রাসীমুক্ত করার লক্ষ্যে দেশটির সেনাবাহিনীর চলমান অভিযানে রুশ ফেডারেশন সামরিক সহযোগিতা দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। সিরিয়ার ইদলিব প্রদেশে গত মঙ্গলবার রাসায়নিক গ্যাসে আক্রান্ত হয়ে অন্তত ৭০ জন নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে দামেস্কের ব্যাপারে রাশিয়ার নীতিতে কোনো পরিবর্তন আসবে কিনা -এমন প্রশ্নের জবাবে পেসকভ এ মন্তব্য করেন।  

ইদলিবে বিস্ফোরণের পরপরই সেখানে তৎপর সন্ত্রাসীরা সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তোলে। এছাড়া, কোনো ধরনের দলিল-প্রমাণ ছাড়াই কিছু পশ্চিমা দেশও সন্ত্রাসীদের সঙ্গে সুর মিলিয়ে রাসায়নিক হামলার জন্য বার বার সিরিয়ার সেনাবাহিনীকে দোষারোপ করছে। সিরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির সরকারি সেনারা অতীতে কখনো রাসায়নিক হামলা চালায় নি এবং ভবিষ্যতে এ ধরনের হামলা চালাবে না। 

এছাড়া, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কভ গতকাল বলেছেন, সন্ত্রাসীদের মজুদকৃত অস্ত্রাগার থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়েই ওই সব ব্যক্তির হতাহতের ঘটনা ঘটে।#

পার্সটুডে/বাবুল আখতার/৬