সিরিয়ায় হামলার পুনরাবৃত্তির ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করল রাশিয়া
(last modified Wed, 12 Apr 2017 13:36:48 GMT )
এপ্রিল ১২, ২০১৭ ১৯:৩৬ Asia/Dhaka
  • সিরিয়ায় হামলার পুনরাবৃত্তির ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করল রাশিয়া

সিরিয়ায় ভেতরে আবারো ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। পরবর্তীতে এ ধরণের হামলা মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে সরাসরি সংঘর্ষের সৃষ্টি হবে বলে জানিয়েছে ক্রেমলিন।

আজ (বুধবার) মস্কো সফরত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে ক্রেমলিনে অনুষ্ঠিত বৈঠকে ওয়াশিংটনের প্রতি এ সতর্কবাণী উচ্চারণ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ল্যাভরভ বলেন, এটা অত্যন্ত জরুরী যে সিরিয়ায় আমেরিকা আন্তর্জাতিক আইন বিরোধী এ ধরনের হামলার পুনরাবৃত্তি ঘটাবে না।

গত শুক্রবার ভূমধ্যসাগরের যুদ্ধজাহাজগুলো থেকে তারই নির্দেশে সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা করা হয় বলে জানিয়েছেন ট্রাম্প। সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশের আশ-শাইরাত বিমান ঘাঁটিতে এ হামলা চালানো হয়। মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইএসএস রোজ ও ইউএসএস পোর্টার থেকে এ ঘাঁটি লক্ষ্য করে প্রায় ৬০টি টমাহক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইদিলিবে মঙ্গলবারের রাসায়নিক হামলা এ ঘাঁটি থেকে করা হয়েছিল দাবি করে এ হামলা চালানো হয়।

বৈঠকে ল্যভরভ টিলারসনকে আরো বলেন, সিরিয়ার ব্যাপারে মার্কিন প্রশাসন থেকে আসা খুবই অস্পষ্ট এবং পরস্পরবিরোধী বিবৃতির ব্যাপারে রাশিয়ায় অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। দামেস্কের ব্যাপারে হোয়াইট হাউস আসলে কি চিন্তা করছে বৈঠকে এ বিষয়ে টিলারসনকে জিজ্ঞাসা করা হয়েছে বলেও জানান ল্যভরভ। সিরিয়া ইস্যুতে সম্প্রতি মার্কিন কর্মকর্তারা যেসব উল্টাপাল্টা এবং বিতর্কিত মন্তব্য করছেন সে দিকেই ল্যভরভ ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে। এদিকে, আজ ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আসাদের প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থন রাশিয়ার জন্য খুবই খারাপ একটি ব্যাপার।#

পার্সটুডে/বাবুল আখতার/১২

 

ট্যাগ