সিরিয়ায় আর হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন: মস্কো
(last modified Fri, 14 Apr 2017 00:26:06 GMT )
এপ্রিল ১৪, ২০১৭ ০৬:২৬ Asia/Dhaka
  • ওয়ালিদ আল মুয়াল্লেম- সের্গেই ল্যাভরভ
    ওয়ালিদ আল মুয়াল্লেম- সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সিরিয়ার একটি বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলাকে ‘উস্কানি’ বলে এর তীব্র নিন্দা জানিয়েছেন। সেইসঙ্গে তিনি বলেছেন, ওয়াশিংটন ভবিষ্যতে এ ধরনের হামলা আর না চালানোর প্রতিশ্রুতি দিয়েছে।

ল্যাভরভ বৃহস্পতিবার মস্কোয় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেমের সঙ্গে এক সাক্ষাতে বলেন, শাইরাত বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা ছিল প্রকৃতপক্ষে একটি 'উস্কানিমূলক' হামলা।

বুধবার মস্কোয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করে ল্যাভরভ বলেন, “মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার এ ব্যাপারে বিস্তারিত কথা হয়েছে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করার ব্যাপারে আমরা একমত হয়েছি।”

রুশ পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার উদ্যোগকে ভণ্ডুল করে দেয়ার প্রচেষ্টার ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেন, আস্তানা বৈঠকে যে যুদ্ধবিরতি অর্জিত হয়েছে তা নস্যাত করে দেয়ার লক্ষ্যে কোনো কোনো মহল প্রচেষ্টা চালাচ্ছে। অথচ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে।

সিরিয়া সরকার রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা বা ওপিসিডাব্লিউ’র মাধ্যমে ইদলিবের রাসায়নিক হামলার  নিরপেক্ষ তদন্ত করার যে আহ্বান জানিয়েছে তার ভুঁয়সী প্রশংসা করেন ল্যাভরভ।

সাক্ষাতে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী তার দেশের বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়ে বলেন, ইদলিবের রাসায়নিক হামলার ব্যাপারে তদন্ত না করে এবং জাতিসংঘের অনুমতি না নিয়ে তার দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে আমেরিকা।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৪

ট্যাগ