সৌদি সম্মেলনে যোগ দিতে অস্বীকার করেছেন সুদানের প্রেসিডেন্ট
(last modified Fri, 19 May 2017 11:36:11 GMT )
মে ১৯, ২০১৭ ১৭:৩৬ Asia/Dhaka
  • সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির
    সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব সফরের সময় কয়েকটি আরব ও মুসলিম দেশের নেতাদের নিয়ে যে সম্মেলন করবেন বলে কথা রয়েছে তাতে যোগ দেবেন না সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির। বশিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

সুদানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সুনা জানিয়েছে, “রিয়াদ সম্মেলনে যোগদানে অপরাগতা প্রকাশ করে প্রেসিডেন্ট ওমর আল-বশির সৌদি রাজা সালমানের কাছে ক্ষমা চেয়েছেন।”

এর আগে, আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে সৌদি রাজা ট্রাম্পের সঙ্গে সম্মেলনে যোগ দেয়ার জন্য সুদানের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার তার প্রথম বিদেশ সফরে শুক্রবার সৌদি আরব পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে, সুদানের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম গান্দুর জানিয়েছিলেন, প্রেসিডেন্ট ওমর আল-বশির সম্মেলনে যোগ দেবেন এবং আমেরিকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগ্রহ ব্যক্ত করেছিলেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯

 

ট্যাগ