রুশ-বিদ্বেষী রোগে ভুগছে আমেরিকা: ল্যাভরভ
(last modified Wed, 21 Jun 2017 04:21:36 GMT )
জুন ২১, ২০১৭ ১০:২১ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মার্কিন সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, ওয়াশিংটনের রাশিয়া-বিদ্বেষ মারাত্মক ব্যাধির পর্যায়ে চলে গেছে। ইউক্রেন সংকটকে কেন্দ্র করে ওয়াশিংটন রাশিয়ার বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞা কঠোর করার সিদ্ধান্ত নেয়ার পর ল্যাভরভ এ মন্তব্য করলেন।

মঙ্গলবার মস্কোয় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-ইভস লি দ্রিয়ানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনের রুশ-বিদ্বেষী নীতির কড়া সমালোচনা করেন। তিনি বলেন, “আমেরিকার রুশ-বিরোধী ব্যাধির ব্যাপারে আমি কেবল দুঃখই প্রকাশ করতে পারি। এটি সব সীমা ছাড়িয়ে গেছে।”

ল্যাভরভ আরো বলেন, “পরিস্থিতির উন্নতি ঘটানোর কোনো উপায় দেখছি না। দৃশ্যত কোনো কারণ ছাড়াই মস্কোর বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো।”

মার্কিন অর্থ বিভাগ মঙ্গলবার ঘোষণা করে, ইউক্রেন সংকটে জড়িতে রাশিয়ার ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা কঠোর করবে ওয়াশিংটন। ইউক্রেনের আমেরিকাপন্থি প্রেসিডেন্ট পেত্রো পোরেশেঙ্কোর ওয়াশিংটন সফরের সময় এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয়া হয়।

মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন নুচিন বলেছেন, কূটনৈতিক উপায়ে ইউক্রেন সংকট সমাধানে রাশিয়াকে বাধ্য করার জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

২০১৪ সালের মার্চ মাসে ইউক্রেনের ক্রিমিয়ায় অনুষ্ঠিত এক গণভোটের জের ধরে প্রজাতন্ত্রটি রুশ ফেডারেশনের অন্তর্ভূক্ত হয়। এরপর থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলে দেশটির সেনাবাহিনী ও রুশ-পন্থি অস্ত্রধারীদের মধ্যে সংঘর্ষ চলছে। এ সংঘর্ষে এ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে। ইউক্রেনের পাশ্চাত্যপন্থি সরকার ও পশ্চিমা দেশগুলো এ সংঘর্ষের জন্য রাশিয়াকে অভিযুক্ত করলেও মস্কো তা অস্বীকার করে এসেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২১

 

ট্যাগ