সিরিয় সেনাবাহিনীকে উসকানি দেবেন না: আমেরিকাকে রাশিয়া
(last modified Tue, 27 Jun 2017 07:20:07 GMT )
জুন ২৭, ২০১৭ ১৩:২০ Asia/Dhaka
  • সের্গেই ল্যাভরভ (বামে) ও রেক্স টিলারসন
    সের্গেই ল্যাভরভ (বামে) ও রেক্স টিলারসন

সিরিয়ার সেনাবাহিনীর জন্য উসকানিমূলক পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি গতকাল (সোমবার) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে ফোনালাপে এ আহ্বান জানান।

ল্যাভরভ বলেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সিরিয়ার সেনাদের অভিযানের সময় মার্কিন সেনারা যেসব উসকানিমূলক তৎপরতা চালাচ্ছে তা বন্ধ করতে হবে। কয়েকদিন আগে রাকা প্রদেশে সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়ার সামরিক বাহিনী জঙ্গিবিমান নিয়ে অভিযান চালানোর সময় মার্কিন বাহিনী সিরিয়ার একটি এসইউ-২২ বিমান ভূপাতিত করে। এরপর রুশ পররাষ্ট্রমন্ত্রী টিলারসনকে মার্কিন সেনাদের এ ধরনের তৎপরতা বন্ধের আহ্বান জানালেন।

এর আগে দু দফায় মার্কিন বাহিনী সিরিয়ার সেনাবাহিনীর অবস্থানে হামলা চালিয়ে মারাত্মক ক্ষয়ক্ষতি করেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭

 

ট্যাগ