নির্বাচনে হস্তক্ষেপের একটি প্রমাণ দেখান: আমেরিকাকে ল্যাভরভ
(last modified Thu, 13 Jul 2017 00:16:57 GMT )
জুলাই ১৩, ২০১৭ ০৬:১৬ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী
    সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার কথিত হস্তক্ষেপের অভিযোগ আবারো প্রত্যাখ্যান করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, এই ‘বিস্ময়কর দাবি’র পক্ষে ওয়াশিংটন যদি একটি প্রমাণও দেখাতে পারে তাহলে তিনি খুশি হবেন।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন, “আমি এ সম্পর্কে কিছুই জানি না। এটা একটা বিস্ময়কর ব্যাপার যে, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মিলে একটি ছোট মাটির টিবিকে পাহাড়ে রূপ দেয়ার চেষ্টা করছেন।”

২০১৬ সালের নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার কথিত হস্তক্ষেপের তদন্তে যখন নতুন তথ্য পাওয়া যাওয়ার খবর প্রকাশিত হয়েছে তখন ল্যাভরভ এ মন্তব্য করলেন।

আমেরিকার ডেমোক্র্যাট দল অভিযোগ করছে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে জিতিয়ে দেয়ার জন্য ওই নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল এবং মস্কোর সহযোগিতা নিয়েই ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন। এ অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য বর্তমানে একাধিক মার্কিন গোয়েন্দা সংস্থা তদন্ত চালিয়ে যাচ্ছে।

মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস তদন্ত সূত্রের বরাত দিয়ে রোববার জানিয়েছে, ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড জুনিয়র ওই নির্বাচনের আগে রুশ আইনজীবী ন্যাতালিয়া ভেতেলিনিস্কিয়া’র সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

এ খবর প্রকাশের পর ট্রাম্পের ছেলে এক বিবৃতিতে গত বছর জুন মাসে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে ভেতেলিনিস্কিয়া’র সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, রাশিয়ার সঙ্গে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনের গোপন সম্পর্কের ব্যাপারে ওই রুশ আইনজীবীর কাছে ক্ষতিকর তথ্য আছে বলে জানতে পেরে তিনি তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। কিন্তু সাক্ষাতে বসেই তিনি যখন বুঝতে পারেন, এসব তথ্য ‘অস্পষ্ট ও কোনো কাজের নয়’ তখনই তিনি সে বৈঠক সংক্ষিপ্ত করে উঠে যান।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৩

ট্যাগ