ইরানের সঙ্গে পরমাণু চুক্তির প্রতি মার্কিন সাবেক সামরিক কর্মকর্তাদের সমর্থন
https://parstoday.ir/bn/news/world-i42056-ইরানের_সঙ্গে_পরমাণু_চুক্তির_প্রতি_মার্কিন_সাবেক_সামরিক_কর্মকর্তাদের_সমর্থন
৩৮ জন সাবেক মার্কিন সামরিক কর্মকর্তা ইরানের সঙ্গে পরমাণু সমঝোতার প্রতি সমর্থন জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে খোলা চিঠি দিয়েছেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জুলাই ১৩, ২০১৭ ২০:৫১ Asia/Dhaka
  • ইরানের সঙ্গে পরমাণু চুক্তির প্রতি মার্কিন সাবেক সামরিক কর্মকর্তাদের সমর্থন

৩৮ জন সাবেক মার্কিন সামরিক কর্মকর্তা ইরানের সঙ্গে পরমাণু সমঝোতার প্রতি সমর্থন জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে খোলা চিঠি দিয়েছেন।

ইসলামি ইরানসহ বিশ্বের অন্যান্য শক্তিগুলোর পাশাপাশি মার্কিন জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এই সমঝোতা খুবই গুরুত্বপূর্ণ বলে তারা উল্লেখ করেন।

চিঠিতে ডোন্ল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে ওয়াশিংটন যেন তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা চালায়।

ট্রাম্পসহ অন্যান্য রিপাবলিকানরা সাম্প্রতিক মাসগুলোতে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতার সমালোচনায় মুখরিত হয়ে উঠেছে। তাদের মতে এই চুক্তিটি ইতিহাসের সবচেয়ে খারাপ চুক্তি। এরকম পরিস্থিতিতে অবসরপ্রাপ্ত এই জেনারেলরা ইরানের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানালেন।

রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং চীন বহুবার আমেরিকার এই দৃষ্টিভঙ্গির বিরোধিতা করেছে। সেইসঙ্গে সমঝোতা চুক্তির পথে সকল বাধা দূর করে দ্রুত বাস্তবায়নের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে।

পার্সটুডে/নাসির মাহমুদ/১৩