'পরমাণু চুক্তি লঙ্ঘনের জবাবে ইরানি পদক্ষেপে বিস্মিত হবে পাশ্চাত্য'
(last modified Thu, 10 Aug 2017 12:58:12 GMT )
আগস্ট ১০, ২০১৭ ১৮:৫৮ Asia/Dhaka

ইসলামী প্রজাতন্ত্র ইরান চাইলে পরমাণু চুক্তি লঙ্ঘনের দায়ে মার্কিন সরকার ও তার সহযোগীদের এমন প্রতিক্রিয়া দেখাতে পারে যে তাতে তাদের পিলে চমকে যাবে!

এ হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান ডক্টর আলী আকবর সালেহি।

তিনি ‘মাশরেক নিউজ’ নামের একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে পরমাণু চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ায় পাশ্চাত্যের বিশেষ করে মার্কিন সরকারের নানা টালবাহানা ও প্রতিশ্রুতি লঙ্ঘনের কথা তুলে ধরে বলেছেন, কারিগরি দিক থেকে আগের অবস্থানে ফিরে যাওয়ার প্রস্তুতি ইরানের রয়েছে যা আমাদের প্রতিপক্ষকে অবাক করে দিতে পারে, তবে তেহরান তা ঘটাতে চায় না।

ডক্টর সালেহি আরও বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান তার জাতীয় স্বার্থের আলোকে এবং চুক্তিতে দেয়া অঙ্গীকার অনুযায়ী পরমাণু সমঝোতা মেনে চলছে; কিন্তু মার্কিন সরকার যদি এতে কোনো সীমাবদ্ধতা আরোপ করতে চায় তাহলে ইরান তার জাতীয় স্বার্থ ও ভবিষ্যৎ পরিণামের কথা ভেবে প্রতিক্রিয়া দেখাবে।

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান একই প্রসঙ্গে আরও ব্যাখ্যা দিয়ে বলেছেন, পশ্চিমারা পরমাণু চুক্তি লঙ্ঘন করলে ইরান দেড় বছরের মধ্যে একলাখ এস-ডাবলিও-ইউ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার পর্যায়ে পৌঁছাতে পারবে এবং মাত্র কয়েক দিনের মধ্যে ফোরদু পরমাণু স্থাপনাতে আবারও ২০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে।

ডক্টর সালেহি পরমাণু চুক্তি বাস্তবায়ন প্রসঙ্গে ইউরোপের মনোভাব ব্যাখ্যা করে বলেছেন, ইউরোপ ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি ভণ্ডুল করতে চায় না; কিন্তু মার্কিন সরকার যদি এই চুক্তি বিরোধী কোনো পদক্ষেপ নেয় তাহলে এই চুক্তিতে স্বাক্ষরকারী অন্য দেশগুলো ও ইরান একই দিকে অবস্থান নেবে এবং মার্কিন সরকার এক্ষেত্রে একা হয়ে পড়বে।

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আরও বলেছেন, ইরানের পরমাণু শিল্প খুব শক্তিমত্তার সঙ্গে সামনে এগিয়ে চলছে এবং ছয় বড় শক্তির সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তিতে স্বীকৃত নানা শর্ত ও সুবিধার আলোকে তেহরান পরমাণু প্রযুক্তির ক্ষেত্রে এক দীর্ঘমেয়াদি কর্মসূচি নিতে সক্ষম হয়েছে।

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান এমন সময় এইসব বক্তব্য রাখলেন যখন ছয় বড় শক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু চুক্তি বাস্তবায়নে নানা টালবাহানা ও বাধা দেয়া অব্যাহত রেখেছে মার্কিন সরকার। কিন্তু তা সত্ত্বেও ইরান ধৈর্য ধরে মেনে চলছে দুই বছর আগে স্বাক্ষরিত ওই চুক্তি। এ অবস্থায় মার্কিন সরকার ও পাশ্চাত্য আরও ব্যাপক মাত্রায় পরমাণু চুক্তি লঙ্ঘন করলে ইরান অত্যন্ত কড়া জবাব দেবে বলে বার বার হুঁশিয়ারি দিয়ে আসছে।#

পার্সটুডে/মু.আ.হুসাইন/১০
 

ট্যাগ