মার্কিন-উ.কোরিয়ার টানাপড়েন পূর্ণ যুদ্ধে রূপ নিতে পারে: ল্যাভরভ
(last modified Fri, 11 Aug 2017 14:11:00 GMT )
আগস্ট ১১, ২০১৭ ২০:১১ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মার্কিন ও উত্তর কোরিয়ার টানাপড়েন পূর্ণ যুদ্ধে পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটতে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

ল্যাভরভ বলেন, যুদ্ধের প্রচণ্ড ঝুঁকি রয়েছে। আমেরিকা ও উত্তর কোরিয়া বলপ্রয়োগের সরাসরি হুমকি দিচ্ছে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে আগাম হামলার কথা বলা হচ্ছে অন্যদিকে পিয়ংইয়ং গুয়ামে হামলার কথা বলছে। গুয়ামে অনেক মার্কিন ঘাঁটি রয়েছে।

এতে রাশিয়া উদ্বিগ্ন হয়ে উঠেছে বলেও জানান ল্যাভরভ। তিনি বলেন, যুদ্ধের কথা উঠলেও তুলনামূলকভাবে যে বেশি শক্তিশালী এবং চৌকস সেই প্রথম হামলা চালায়। এ কথার মধ্যদিয়ে রুশ মন্ত্রী মূলত আমেরিকার দিকে ইঙ্গিত করলেন।#

পার্সটুডে/মূসা রেজা/১১

 

ট্যাগ