চীনের ব্রিকস সম্মেলনে ইরানের পরমাণু সমঝোতার প্রতি পূর্ণ সমর্থন
(last modified Tue, 05 Sep 2017 12:26:05 GMT )
সেপ্টেম্বর ০৫, ২০১৭ ১৮:২৬ Asia/Dhaka
  • চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সিয়ামেনে অনুষ্ঠিত ব্রিকসের সর্বশেষ শীর্ষ সম্মেলনে উপস্থিত রাষ্ট্রপ্রধানরা।
    চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সিয়ামেনে অনুষ্ঠিত ব্রিকসের সর্বশেষ শীর্ষ সম্মেলনে উপস্থিত রাষ্ট্রপ্রধানরা।

তেহরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচীতে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতার প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে বিশ্বের পাঁচ উদিয়মান অর্থনীতির দেশ। একই সঙ্গে পরমাণু সমঝোতার সব ধারা মেনে চলতে এর সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে।

বিবৃতির এক অংশে বলা হয়েছে, "ইরানের পরমাণু ইস্যুতে স্বাক্ষরিত বহুপাক্ষিক 'যৌথ সমন্বিত কর্ম পরিকল্পনা' বা জেসিপিওএ'র প্রতি আমরা দৃঢ় সমর্থন ব্যক্ত করছি। পাশাপাশি এর সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে তাদের প্রতিশ্রুতি মেনে চলতে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এ সমঝোতাকে পূর্ণ ও কার্যকরীভাবে বাস্তবায়ন করতে  সব পক্ষের প্রতি জোর আহ্বান জানাচ্ছি।"

গতকাল (সোমবার) চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সিয়ামেনে অনুষ্ঠিত ব্রিকসের সর্বশেষ শীর্ষ সম্মেলন থেকে দেয়া এক যৌথ বিবৃতিতে বহু পাক্ষিক পরমাণু সমঝোতা পত্র বা জেসিপিওএ'র প্রতি এমন সময় সমর্থন জানানো হয়েছে যখন এ সমঝোতার পক্ষে স্বাক্ষরকারী আমেরিকা সেটি নস্যাৎ করার লক্ষ্যে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ব্রিকসভুক্ত দেশগুলো হলো- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও সাউথ আফ্রিকা।

পার্সটুডে/বাবুল আখতার/৫     

 

ট্যাগ