ইরানের পরমাণু সমঝোতার ব্যাপারে মার্কিন প্রতিনিধি পরিষদের বৈঠক
https://parstoday.ir/bn/news/world-i47345-ইরানের_পরমাণু_সমঝোতার_ব্যাপারে_মার্কিন_প্রতিনিধি_পরিষদের_বৈঠক
মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটি ইরানের পরমাণু সমঝোতায় থাকা বা বেরিয়ে যাওয়ার প্রশ্নে এক বৈঠক করেছে। বৈঠকে কমিটির সদস্যরা ছাড়াও এ বিষয়ে আমন্ত্রিত বিশেষজ্ঞরা অংশ নেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
অক্টোবর ১২, ২০১৭ ০৯:২২ Asia/Dhaka
  • মার্কিন প্রতিনিধি পরিষদের অধিবেশন (ফাইল ছবি)
    মার্কিন প্রতিনিধি পরিষদের অধিবেশন (ফাইল ছবি)

মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটি ইরানের পরমাণু সমঝোতায় থাকা বা বেরিয়ে যাওয়ার প্রশ্নে এক বৈঠক করেছে। বৈঠকে কমিটির সদস্যরা ছাড়াও এ বিষয়ে আমন্ত্রিত বিশেষজ্ঞরা অংশ নেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন একতরফাভাবে ইরানের সঙ্গে আন্তর্জাতিক সমাজের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিচ্ছেন তখন এ বৈঠক অনুষ্ঠিত হলো।

বৈঠকে কমিটির বেশিরভাগ সদস্য তীব্র ভাষায় এই সমঝোতাকে আক্রমণ করলেও বলেছেন, আমেরিকার উচিত হবে এই আন্তর্জাতিক সমঝোতায় থেকে বেরিয়ে যাওয়ার পরিবর্তে তাদের ভাষায় ‘অত্যন্ত কঠোরভাবে’ এই সমঝোতা বাস্তবায়ন করা।  

কমিটির সভাপতি এড রয়েস বলেন, ইরানের পরমাণু সমঝোতায় যত ত্রুটিই থাকুক না কেন তা ‘কঠোরতম উপায়ে’ বাস্তবায়ন করতে হবে।

এড রয়েস

মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির বৈঠকে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের উপদেষ্টা উইলিয়াম সালিভান বলেন, এই সমঝোতার মাধ্যমে আমেরিকা একটি গুলিও না ছুঁড়ে তার লক্ষ্যে পৌঁছে গেছে। কাজেই কালবিলম্ব না করে ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়ন করা উচিত।  

বৈঠকে আমেরিকার আন্তর্জাতিক বিজ্ঞান ও নিরাপত্তা সংস্থার প্রধান ডেভিড অলব্রাইট বলেন, ট্রাম্প প্রশাসনের উচিত এই সমঝোতা থেকে বেরিয়ে না গিয়ে এ সমঝোতার ভুল-ত্রুটি সংশোধনের বিষয়ে  ইউরোপীয় মিত্রদের সঙ্গে আলোচনা করা।

ডোনাল্ড ট্রাম্প আজ (বৃহস্পতিবার) আরো পরে ইরানের পরমাণু সমঝোতার পাশাপাশি তেহরানের ব্যাপারে তার প্রশাসনের সম্ভাব্য নীতিমালা ঘোষণা করবেন বলে কথা রয়েছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরান একথা বলে এসেছে যে, আমেরিকা এই সমঝোতা থেকে বেরিয়ে গেলে তেহরানের হাতে অনেকগুলো ব্যবস্থা নেয়ার পথ খোলা রয়েছে। পরিস্থিতি ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে সময়মতো সেসব ব্যবস্থা গ্রহণ করা হবে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২