টেক্সাসের বাপটিস্ট গির্জায় গোলাগুলি; নিহত অন্তত ২৭
(last modified Sun, 05 Nov 2017 21:15:30 GMT )
নভেম্বর ০৬, ২০১৭ ০৩:১৫ Asia/Dhaka
  • টেক্সাস গির্জায় গোলাগুলির পর
    টেক্সাস গির্জায় গোলাগুলির পর

আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের উইলসন কাউন্টির একটি বাপটিস্ট গির্জায় গোলাগুলিতে অন্তত ২৭ জন নিহত হয়েছে। রোববার সকালে এ ঘটনা ঘটেছে এবং মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা বা এফবিআই’র লোকজন সেখানে পৌঁছেছে।

গির্জায় গুলি চালানোর সঙ্গে জড়িত ব্যক্তি গুয়াডালুপ কাউন্টিতে পুলিশের সঙ্গে গোলাগুলির সময় মারা গেছে। তবে সে আত্মহত্যা করেছে নাকি পুলিশের গুলিতে মারা গেছে তা পরিষ্কার নয়। এছাড়া, কেন ওই ব্যক্তি গির্জায় হামলা চালিয়েছে তাও প্রাথমিকভাবে জানা যায় নি। হামলাকারী স্থানীয় সময় সকাল সাড়ে এগারোটার দিকে গির্জায় ঢোকে এবং এলোপাথাড়ি গুলি চালায়। এতে ২৭ জন নিহতের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছে।

এদিকে, জাপান সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটার পোস্টে বলেছেন, “উইলসন কাউন্টির সাদারল্যান্ড স্প্রিং এলাকার লোকজন, এফবিআই এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে রয়েছে। আমি জাপান থেকে বিষয়টি পর্যবেক্ষণ করছি।”#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬

 

ট্যাগ