পাকিস্তানে সিনেট সদস্য নির্বাচিত হলেন দলিত হিন্দু নারী
পাকিস্তানের জাতীয় সংসদের উচ্চকক্ষ সিনেটে একজন দলিত হিন্দু নারী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনো দলিত হিন্দু নারী সিনেট সদস্য হিসেবে নির্বাচিত হলেন।
কৃষ্ণা কুমারি নামে এ নারী পাকিস্তানে মানবাধিকার কর্মী হিসেবে কাজ করে থাকেন এবং তিনি প্রত্যন্ত একটি গ্রামের কোহলি সম্প্রদায় থেকে রাজনীতিতে উঠে এসেছেন। কৃষ্ণা কুমারি পাকিস্তান পিপল’স পার্টি বা পিপিপি থেকে সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন।
সিন্ধু প্রদেশের নারীদের জন্য সংরক্ষিত আসন থেকে কুমারি সিনেট সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন কুরাতুলআইন মেরি নামে এক নারী।
নির্বাচিত হওয়ার পর কৃষ্ণা কুমারি বার্তা সংস্থা এপি-কে বলেন, “আমি আনন্দ বোধ করছি কারণ সিনেটের মতো জায়গায় যেতে পারাটা ছিল আমার জন্য অভাবনীয় বিষয়। আমি নিপীড়িত মানুষ বিশেষ করে নারীর ক্ষমতায়নের জন্য আমার কাজ অব্যাহত রাখব।”#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫