কারাগারেই মৃত্যু হতে পারে মিশরের সাবেক প্রেসিডেন্ট মুরসির
মার্চ ২৮, ২০১৮ ১৮:৫৮ Asia/Dhaka
মিশরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একমাত্র প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসি চিকিৎসার অভাবে কারাগারে মৃত্যুবরণ করতে পারেন। এ আশঙ্কা প্রকাশ করেছে ব্রিটেনের সংসদীয় কমিটি।
ব্রিটিশ দৈনিক 'দ্য টাইমস' কয়েকজন সংসদ সদস্য ও আইনজীবীর বরাত দিয়ে লিখেছে, মুহাম্মাদ মুরসি বিভিন্ন ধরণের রোগে ভুগছেন। ডায়াবেটিস, ব্লাড প্রেশার ও লিভার সমস্যায় ভুগলেও তার সঠিক চিকিৎসা হচ্ছে না। তাকে মিশরের রাজধানী কায়রোর একটি জেলখানার নির্জন সেলে রাখা হয়েছে।
দৈনিক টাইমস আরও লিখেছে, খারাপ আচরণ এবং চিকিৎসার অভাবে মুরসির জীবন এখন হুমকির মুখে রয়েছে। কয়েকটি মামলায় মুরসিকে ৪৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মিশর সরকার অভিযোগ করেছে, মুরসি হত্যা ও সহিংসতায় উসকানি দেওয়ার পাশাপাশি অন্য দেশের জন্য গোয়েন্দাবৃত্তি করেছেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৮