ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটাতে হবে: ন্যাম
https://parstoday.ir/bn/news/world-i55442
ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামের সদস্য দেশগুলো সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
এপ্রিল ০৭, ২০১৮ ১১:২১ Asia/Dhaka
  • ন্যাম সম্মেলনে অংশ নেয়া বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের গ্রুপ ফটো
    ন্যাম সম্মেলনে অংশ নেয়া বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের গ্রুপ ফটো

ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামের সদস্য দেশগুলো সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছে।

আজারবাইজানের রাজধানী বাকুতে গতকাল (শুক্রবার) বিকেলে ন্যামের পররাষ্ট্রমন্ত্রীদের দুদিনের সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় এ আহ্বান জানানো হয়। ঘোষণায় ইসরাইল অনুসৃত অবৈধ নীতি ও ইহুদি বসতি নির্মাণের নিন্দা এবং সমালোচনা করা হয়েছে। এছাড়া, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ধরপাকড়, হত্যাযজ্ঞ, জেল-জুলুম এবং স্বাভাবিক জনজীবনে বাধা সৃষ্টির প্রতিবাদ জানানো হয়।

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বর হামলা

ন্যামের পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, ১৯৬৭ সালের যুদ্ধের পর ইহুদিবাদী ইসরাইল যেসব এলাকা দখল করেছে তা থেকে অবশ্যই তেল আবিবকে সরে যেতে হবে। এছাড়া, গত ৩০ মার্চ ফিলিস্তিনি ভূমি দিবস উপলক্ষে আয়োজিত বিক্ষোভ-প্রতিবাদ ও অবস্থান কর্মসূচিতে ইহুদিবাদী সেনাদের হত্যাযজ্ঞেরও নিন্দা জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে এ ধরনের অপরাধ তৎপরতা বন্ধের জন্য ন্যামের পররাষ্ট্রমন্ত্রীরা তেল আবিবের প্রতি আহ্বান জানান।#     

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭