সৌদি জোট থেকে যুদ্ধবিমান প্রত্যাহার করবে মরক্কো: রিপোর্ট
(last modified Sun, 15 Apr 2018 07:59:00 GMT )
এপ্রিল ১৫, ২০১৮ ১৩:৫৯ Asia/Dhaka
  • মরক্কোর এফ-১৬ যুদ্ধবিমান (ফাইল ফটো)
    মরক্কোর এফ-১৬ যুদ্ধবিমান (ফাইল ফটো)

সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট থেকে যুদ্ধবিমান প্রত্যাহার করে নেবে আফ্রিকার দেশ মরক্কো। নিজ দেশের নিরাপত্তার প্রয়োজনে মরক্কো সরকার এ পদক্ষেপ নিতে যাচ্ছে বলে ‘দ্যা নর্থ আফ্রিকা পোস্ট’ খবর দিয়েছে। সৌদি জোট গত তিন বছর ধরে দারিদ্রপীড়িত ইয়েমেনে বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে।

পত্রিকাটি জানিয়েছে, পশ্চিম সাহারায় গেরিলা তৎপরতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে মরক্কোর সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। এরই অংশ হিসেবে মরক্কোর এফ-১৬ জঙ্গিবিমানগুলোকে সৌদি জোট থেকে সরিয়ে নেয়া হবে।

ইয়েমেনে সৌদি আগ্রাসন, ক্ষতবিক্ষত হচ্ছে জনপদ; প্রধান শিকার শিশুরা

সাহারা এলাকায় তৎপর ‘দ্যা পলিসারিও ফ্রন্ট’ নামের একটি গোষ্ঠী সাহাো অঞ্চলে মরক্কোর উপস্থিতির অবসান ঘটাতে চায়। তারা সম্প্রতি বলেছে, ওই অঞ্চলে তারা তাদের রাজধানী প্রতিষ্ঠা করবে। এরপর রাবাত সতর্ক হয়ে উঠেছে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের চিন্তা করছে। তবে মরক্কোর গণমাধ্যম এ পরিকল্পনার সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।

মরক্কো বলছে, গেরিলা গোষ্ঠীর এ ঘোষণা ১৯৯১ সালে জাতিসংঘের মধ্যস্থতায় সই হওয়া যুদ্ধবিরতির লঙ্ঘন। ১৯৯১ সালের চুক্তি অনুসারে, গোলযোগপূর্ণ এলাকার ভাগ্য নির্ধারণে একটি গণভোট অনুষ্ঠিত হবে কিন্তু আজ পর্যন্ত তা হয় নি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫  

 

ট্যাগ