সৌদি জোট থেকে সুদানি সৈন্যদের ফিরিয়ে নিতে সংসদ সদস্যদের আহ্বান
(last modified Tue, 01 May 2018 12:23:41 GMT )
মে ০১, ২০১৮ ১৮:২৩ Asia/Dhaka
  • সৌদি জোট থেকে সুদানি সৈন্যদের ফিরিয়ে নিতে সংসদ সদস্যদের আহ্বান

দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর আগ্রাসনে লিপ্ত সৌদি আরব নেতৃত্বাধীন জোট থেকে সুদানি সৈন্যদের সরিয়ে নিতে দেশটির একদল সংসদ সদস্য প্রেসিডেন্ট ওমার আল বশিরের কাছে আহ্বান জানিয়েছেন।

ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটে সুদান অংশ নেয়াকে অসাংবিধানিক হিসেবে আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছেন দেশটির স্বতন্ত্র সংসদ সদস্যদের নিয়ে গঠিত 'এলায়েন্স ফর চেঞ্জ'। গতকাল সোমবার রেডিও দাবাং এ খবর দিয়েছে।

গত রোববার সংসদ সদস্যরা এক বিবৃতিতে বলেছেন, সুদানের সেনা এবং বিশেষ বাহিনীর সদস্যদের জোটে নেয়ার বিষয়টি অসাংবিধানিক এবং এই ক্ষেত্রে সংসদের কাছ থেকে কোনো অনুমোদন নেয়া হয় নি। 'এলায়েন্স ফর চেঞ্জ'র প্রধান আব্দুল কাসেম বুরতম বলেন, "অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা সুদানের উচিত নয়। সংবিধানে স্পষ্ট উল্লেখ আছে যে বিদেশে সেনা পাঠানোর বিষয়ে প্রেসিডেন্ট কোনো একক সিদ্ধান্ত দিতে পারেন না।"

বুরতম জোর দিয়ে বলেন যে, নিজেদের স্বার্থেই অন্যান্য দেশের সঙ্গে ভারসাম্যমূলক সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করা উচিত সুদানের। এছাড়া, ইয়েমেন যুদ্ধে হতাহত সৈন্যদের পরিবার-পরিজনকে যথাযথ ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।#

পার্সটুডে/বাবুল আখতার/১ 

 

ট্যাগ