পাকিস্তানে কঠোর নিরাপত্তায় ভোট গ্রহণ চলছে; কারচুপির আশঙ্কা
https://parstoday.ir/bn/news/world-i60314-পাকিস্তানে_কঠোর_নিরাপত্তায়_ভোট_গ্রহণ_চলছে_কারচুপির_আশঙ্কা
পাকিস্তানে আজ (বুধবার) কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ এবং সাবেক ক্রিকেটার ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের মধ্যে হাড্ডাহড্ডি লড়াই হবে বলে আভাস পাওয়া গেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৫, ২০১৮ ১৩:০৭ Asia/Dhaka
  • ইমরান খান (বামে) ও নওয়াজ শরিফ (ডানে)
    ইমরান খান (বামে) ও নওয়াজ শরিফ (ডানে)

পাকিস্তানে আজ (বুধবার) কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ এবং সাবেক ক্রিকেটার ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের মধ্যে হাড্ডাহড্ডি লড়াই হবে বলে আভাস পাওয়া গেছে।

বর্তমানে নওয়াজ শরিফের মুসলিম লীগের প্রধানের দায়িত্বে রয়েছেন তার ভাই শেহবাজ শরিফ। তবে এরইমধ্যে কারচুপির অভিযোগ উঠেছে। ইমরান খানকে প্রধানমন্ত্রী করতে সেনাবাহিনী জালিয়াতির আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেছে কোনো কোনো দল।

৮৫ হাজার ৩০৭টি ভোটকেন্দ্রে একযোগে ভোট দিচ্ছেন দেশটির  মানুষ। এরই মধ্যে লাহোর মডেল টাউনের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ বা পিএমএল-এনের প্রধান শেহবাজ শরিফ।

কেন্দ্রে ভোটারদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে আজ সরকারি ছুটি ঘোষণা করেছে পাকিস্তান সরকার। এবারের নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১০ কোটি ৬০ লাখ। 

ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে সেনা ও পুুলিশ মিলিয়ে নিরাপত্তা বাহিনীর আট লাখ সদস্যকে ভোটকেন্দ্রগুলোতে মোতায়েন করা হয়েছে। 

রাতের মধ্যে প্রাথমিক ফলাফল পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।  সন্ধ্যা ৭টার আগে গণমাধ্যমগুলোকে অনানুষ্ঠানিক ফল প্রকাশ না করতে অনুরোধ জানিয়েছে পাকিস্তান নির্বাচন কমিশন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫