২০২০ সালে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন সুদানের প্রেসিডেন্ট
(last modified Thu, 07 Apr 2016 12:48:41 GMT )
এপ্রিল ০৭, ২০১৬ ১৮:৪৮ Asia/Dhaka
  • ২০২০ সালে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন সুদানের প্রেসিডেন্ট

সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বাশির বলেছেন, ২০২০ সালের মধ্যে দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন এবং আরেক দফা প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচনে দাঁড়াবেন না। বিবিসি আরবি বিভাগকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।

তিনি বলেন, ২০২০ সালে সুদানে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে এবং আমি সাবেক প্রেসিডেন্ট হবো। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকে অত্যন্ত ক্লান্তিকর হিসেবে উল্লেখ করে বাশির বলেন, বর্তমান মেয়াদই তার শেষ মেয়াদ।

১৯৮৯ সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে সুদানের ক্ষমতায় আসেন বাশির এবং এরপর তিন দফা প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন। সুদানে গত বছরের এপ্রিল মাসে শেষ দফা প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে। ২০০৩ সালে পশ্চিমাঞ্চলীয় দারফুরের সংঘর্ষকে কেন্দ্র করে ওমর আল-বাশিরকে আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসি তার বিরুদ্ধে গণহত্যা ও যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করেছে।#

মূসা রেজা/৭

ট্যাগ