সৌদি, মিশর ও আমিরাতের কাছে অস্ত্র রপ্তানি স্থগিত করেছে হল্যান্ড
(last modified Sat, 01 Dec 2018 15:44:19 GMT )
ডিসেম্বর ০১, ২০১৮ ২১:৪৪ Asia/Dhaka
  • সৌদি আগ্রাসনে নিহত ইয়েমেনি স্কুল ছাত্রদের কবরের পাশে বসে দোয়া করছে এক শিশু
    সৌদি আগ্রাসনে নিহত ইয়েমেনি স্কুল ছাত্রদের কবরের পাশে বসে দোয়া করছে এক শিশু

ইয়েমেনের ওপর বর্বর আগ্রাসন চালানোর জন্য সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র রপ্তানি স্থগিত করেছে হল্যান্ড।

হল্যান্ডের আন্তর্জাতিক বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী সিগরিদ কাগ শুক্রবার একথা জানিয়েছেন। তিনি বলেন, সৌদি আরবের কাছে অস্ত্র রপ্তানির ওপর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। এই বিধিনিষেদ মিশর ও সংযুক্ত আরব আমিরাতের জন্য বর্ধিত করা হয়েছে।

তিনি বলেন, যতক্ষণ এটা প্রমাণিত না হবে যে- হল্যান্ড থেকে নেয়া অস্ত্র সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনের বিরুদ্ধে ব্যবহার করছে না ততক্ষণ পর্যন্ত এ তিন দেশের কাছে অস্ত্র রপ্তানি স্থগিত থাকবে।

সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা ও ইয়েমেনে ওপর বর্বর আগ্রাসনের প্রতিবাদে নভেম্বর মাসে ফিনল্যান্ড এবং ডেনমার্ক সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করে। একই মাসে ইউরোপীয় পার্লামেন্ট বলেছে, ইউরোপের দেশগুলোর অস্ত্র সৌদি আরব ইয়েমেনের জনগণের বিরুদ্ধে ব্যবহার করছে। যেসব দেশ অস্ত্র রপ্তানি সংক্রান্ত ইউরোপীয় আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে ব্যর্থ হবে সেসব দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট।

এরইমধ্যে ইউরোপের বহু দেশ সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করবে না বলে ঘোষণা দিয়েছে। তবে একমাত্র জার্মানি সৌদি আরবের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ রেখেছে।#

পার্সটুডে/এসআইবি/১

ট্যাগ