পাল্টা ব্যবস্থা: স্লোভাকিয়ার সামরিক অ্যাটাশে বহিষ্কার করল রাশিয়া
(last modified Thu, 13 Dec 2018 11:50:02 GMT )
ডিসেম্বর ১৩, ২০১৮ ১৭:৫০ Asia/Dhaka
  • মারিয়া জাখারোভা
    মারিয়া জাখারোভা

রাশিয়ায় নিযুক্ত স্লোভাকিয়ার সামরিক অ্যাটাশেকে বহিষ্কার করেছে মস্কো এবং দুই দিনের মধ্যে তাকে রাশিয়া ছাড়তে বলা হয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আজ (বৃহস্পতিবার) মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, দেশ ছাড়ার জন্য স্লোভাকিয়ার কূটনীতিককে দুই দিন সময় দেয়া হয়েছে। এ বিষয়ে স্লোভাকিয়ার রাষ্ট্রদূতকে ১১ ডিসেম্বর প্রয়োজনীয় নোট দেয়া হয়।

গত ২২ নভেম্বর স্লোভাকিয়া একজন রুশ সামরিক অ্যাটাশেকে বহিষ্কার করেছিল। তার বিরুদ্ধে স্লোভাকিয়ার সরকার গোয়েন্দাবৃত্তির অভিযোগ এনেছিল। এর পাল্টা ব্যবস্থা হিসেবে রুশ সরকার স্লোভাকিয়ার সামরিক আটাশেকে বহিষ্কার করল বলে মনে করা হচ্ছে।

রুশ সামরিক অ্যাটাশে বহিষ্কারের ঘটনাকে মারিয়া জাখারোভা অবন্ধুসুলভ আচরণ বলে মন্তব্য করেন। স্লোভাকিয়া হচ্ছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট ও ইউরোপীয় ইাউনিয়নের সদস্য।#

পার্সটুডে/এসআইবি/১৩

ট্যাগ